মহাকাশে ৮ মাস আগে হারানো টমেটোর চেহারা দেখাল নাসা
মহাকাশে ৮ মাস আগে হারিয়ে গিয়েছিল ২টি টমেটো। ৮ মাস পর তাদের খুঁজে পাওয়ার পর তাদের দেখতে কেমন হয়েছে দেখাল নাসা।
মহাকাশে কি টমেটো ফলানো সম্ভব? সেই চেষ্টা করতে গিয়ে তাতে সফল হন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক স্পেস স্টেশনে সত্যিই ফলে টমেটো। মহাকাশে জন্ম নেওয়া প্রথম ২টি টমেটো কিন্তু তারপর হারিয়ে যায়। তন্নতন্ন করে খুঁজেও তার হদিশ মেলেনি। এদিকে মহাকাশে এই টমেটোর দায়িত্বে থাকা নভশ্চর ফ্রাঙ্ক রুবিও জানান তিনিও জানেননা টমেটো কোথায় গেল।
রুবিও জানেননা বললেও অনেকেই মনে করে নেন রুবিও নিজেই সেই টমেটো খেয়ে ফেলেছেন। এখন অন্য যুক্তি দিচ্ছেন। এর কিছুদিন পর রুবিও আন্তর্জাতিক স্পেস স্টেশন ছেড়ে পৃথিবীতে ফিরে আসেন।
কিন্তু অপবাদ পিছু ছাড়েনি তাঁর। মনে করা হয় মহাকাশে জন্ম নেওয়া প্রথম ২টি ঐতিহাসিক টমেটো খেয়েছেন রুবিও। তাই তাদের আর কোনও খোঁজ নেই।
এরপর ৮ মাস কেটে যাওয়ার পর হঠাৎই স্পেস স্টেশনেই একটি কোণায় দেখা মেলে সেই ২টি টমেটোর। ৮ মাস ধরে বয়ে বেড়ানো অপবাদ থেকে মুক্তি পান রুবিও। যাঁরা তাঁর দিকে আঙুল তুলেছিলেন তাঁরাও লজ্জিত হন।
এদিকে নাসা সেই ২টি টমেটো উদ্ধার করে। এবার সেই ২টি টমেটোর ৮ মাস পর কেমন চেহারা হয়েছে, তাদের কেমন দেখতে হয়েছে তা সামনে আনল নাসা।
টমেটো ২টি শুকিয়ে গিয়েছে। ৮ মাসে তা শুকিয়ে ছোট হয়েছে, রংও গেছে বদলে। সেগুলি অবশ্য সেই অবস্থাতেও সযত্নে রক্ষিত হয়েছে। যতই হোক, মহাকাশে ফলা প্রথম ২টি টমেটো বলে কথা! — তথ্যসূত্র — নাসা জেট প্রপালশন ল্যাবরেটরি