SciTech

অর্ধ শতাব্দী অপেক্ষা শেষ, হাতে চাঁদ পেতে সৃষ্টি হল জোড়া ইতিহাস

এমন দীর্ঘ অপেক্ষা অবশেষে শেষ হল। হাতে চাঁদ পাওয়ার ইচ্ছা ৫০ বছর পর ফের প্রাণ ফিরে পেল। আর তাতেই সৃষ্টি হল জোড়া ইতিহাস।

সেই ১৯৭২ সাল। সেবার অ্যাপোলো ১৭-কে চাঁদে পাঠিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর দুনিয়া বদলে গেছে। মহাকাশ বিজ্ঞানের খোলনলচে বদলে গেছে। প্রযুক্তি কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। এমনকি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নানা গ্রহের দিকে যান পাঠিয়েছে।

মঙ্গলগ্রহে নাসার যান ঘুরে বেড়াচ্ছে, উড়েও বেড়াচ্ছে। কিন্তু এই ৫০ বছরে একবারের জন্যও আমেরিকা চাঁদের মাটিতে পা রাখার চেষ্টা করেনি।


অবশেষে চাঁদ ছোঁয়ার ইচ্ছা ৫০ বছর পর ফিরল মার্কিন মনে। তবে এবার আর সরকারি মিশন নয়, একদম বেসরকারি মিশনে চাঁদে ৫টি পেলোড পাঠাল নাসা।

বিশ্বে এই প্রথম কোনও বেসরকারি সংস্থা চাঁদে যান পাঠাল। যা সোমবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে মার্কিন মুলুকের মাঝরাতে পাড়ি দিল চাঁদের পানে।


স্থানীয় সময় রাত ২টো ১৮ মিনিটে পাড়ি দেয় বেসরকারি সংস্থা অ্যাস্ট্রোবোটিক টেকনোলজিস-এর পেরেগ্রেন লুনার ল্যান্ডার। সফলভাবেই সেটি আকাশের দিকে উড়ে যায়।

পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত পৌঁছে চাঁদের মাটিতে আগামী ২৩ ফেব্রুয়ারি ল্যান্ডারটির নামার কথা। সব ঠিক থাকলে ওইদিন মহাকাশ বিজ্ঞানে এক নতুন ইতিহাস রচনা হবে।

প্রথম কোনও বেসরকারি সংস্থার ল্যান্ডার চাঁদের মাটি স্পর্শ করবে। আবার আরও একটি ইতিহাসও রচনা হবে। ৫০ বছর মুখ ফিরিয়ে থাকার পর ফের চাঁদের মাটি ছোঁবে আমেরিকা।

তবে তার আগে চাঁদের দিকে কোনও বেসরকারি সংস্থার পাড়ি দেওয়া বা ৫০ বছর পর আমেরিকার এই চন্দ্রাভিযানও ইতিহাস রচনা করেই ফেলল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button