চাঁদে নামা হচ্ছেনা, ইতিহাস গড়ার স্বপ্ন ২৪ ঘণ্টায় শেষ
চাঁদের মাটিতে পা রাখাকে কেন্দ্র করে যে ইতিহাস রচনা হতে চলেছিল, তা আর হচ্ছেনা। কারণ চাঁদেই আর পা রাখা হচ্ছেনা।
ইতিহাস লেখার জন্যই মহাশূন্যের দিকে উড়ে গিয়েছিল যানটি। প্রাথমিকভাবে সব ঠিকঠাকই ছিল। চাঁদ ছোঁয়া তো আগেই হয়েছে। ইতিহাসটা তৈরি হচ্ছিল এই অন্য জায়গায়। এই প্রথম কোনও বেসরকারি সংস্থা চাঁদে ল্যান্ডার পাঠাতে চলেছে। ইতিহাস আরও তৈরি হতে চলেছিল।
৫০ বছর পর ফের ওই বেসরকারি সংস্থার ল্যান্ডারে চেপে চাঁদ ছুঁতে যাচ্ছিল নাসার ৫টি পেলোড। যাদের নানা পরীক্ষার কাজ চালানোর কথা ছিল চাঁদের মাটিতে।
সব ঠিকঠাক থাকলে আগামী ২৩ ফেব্রুয়ারি চাঁদের মাটিতে পা দিত বিশ্বের প্রথম বেসরকারি ল্যান্ডার। অ্যাস্ট্রোবোটিক টেকনোলজিস সংস্থা জানিয়ে দিয়েছে তাদের ল্যান্ডার আর চাঁদের মাটি ছুঁতে পারবেনা।
প্রপালশন সিস্টেমে গণ্ডগোল হওয়ায় যান্ত্রিক গোলযোগের বিষয়টি সামনে এনেছে সংস্থা। যার সহজ মানে হয় এ ল্যান্ডার আর চাঁদে নামতে পারছেনা। ফলে ইতিহাসও রচনা হচ্ছেনা।
ঠিক কোথায় গণ্ডগোলটা হল? সংস্থার তরফে জানানো হয়েছে, হিলিয়াম প্রেশারান্ট এবং অক্সিডাইজার-এর মাঝে একটি ভালভ থাকে। সেই ভালভটিই সঠিক সময়ে ঠিকমত কাজ করল না। ফলে চাঁদে নামার আশা শেষ হয়েছে।
অনেক আশা নিয়েই এই মহাকাশ অভিযান হয়েছিল। আমেরিকাই হতে চলেছিল প্রথম সেই দেশ যার বেসরকারি একটি সংস্থা চাঁদ পর্যন্ত পৌঁছে যেত।
কিন্তু ওড়ার মোটামুটি ২৪ ঘণ্টার মধ্যেই বিজ্ঞানীরা জেনে যান সব শেষ। চাঁদে নামা হবেনা। তবে মহাকাশে পৌঁছে যানটি মহাকাশের ছবি তুলে পাঠাতে পেরেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা