মহাকাশে সাড়ে ২২ কোটি কিলোমিটার দূর থেকে পৃথিবীতে ভেসে এল রহস্য বার্তা
মহাশূন্যে প্রায় সাড়ে ২২ কোটি কিলোমিটার দূর থেকে ভেসে এল একটি বার্তা। যা পৃথিবীতে এসে পৌঁছল। বিজ্ঞানীদের কাছে এসে পৌঁছেছে সেই মহাশূন্যের বার্তা।
মহাশূন্যের কত কিছুই তো অজানা। তা জানার চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। মনে করা হয় সৌরমণ্ডলেই এমন একটি গ্রহাণু রয়েছে যা পুরোটাই ধাতু দিয়ে তৈরি। সৌরমণ্ডলে এমন এক ধাতব গ্রহাণুর অস্তিত্ব নিয়ে রীতিমত কৌতূহলী ছিলেন বিজ্ঞানীরা।
তাঁরা জানতে চাইছিলেন আছে কি সেখানে। মঙ্গলগ্রহ ও বৃহস্পতিগ্রহের মাঝে রয়েছে একটি গ্রহাণু বলয়। সেখানেই একটি গ্রহাণুর নাম সাইকি ১৬। এই সাইকি ১৬ হল সেই ধাতব গ্রহাণু।
২০২৩ সালের অক্টোবরে এই সাইকি ১৬-কে চিনতে একটি মহাকাশযান পাঠায় নাসা। পৃথিবী থেকে সূর্যের যা দূরত্ব তার দেড় গুণ হল সাইকি ১৬-র দূরত্ব। সেদিকে এখনও ছুটছে নাসার সাইকি রোবোটিক মহাকাশযান।
পৃথিবী থেকে সে এখন ১৪০ মিলিয়ন মাইল বা ২২ কোটি ৫৩ লক্ষ ৮ হাজার ১৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এই সাইকি যখন পাঠানো হয় তখন তা যেমন সাইকি ১৬ গ্রহাণুকে পর্যবেক্ষণ করার জন্য পাড়ি দিয়েছিল, ঠিক তেমনই তাকে আরও একটি দায়িত্ব দেওয়া হয়েছিল।
তাকে দায়িত্ব দেওয়া হয় মহাকাশ থেকে লেজার বার্তায় সংযোগকে উন্নত করা, পরীক্ষা করার। তা করতে গিয়ে সাইকি পৃথিবী থেকে ১৪০ মিলিয়ন মাইল দূর থেকে একটি লেজার বার্তা পৃথিবীতে পাঠিয়েছে। যা সঠিকভাবেই পৃথিবীতে এসে পৌঁছেছে।
মহাকাশের গভীরে যান পাঠানোর ক্ষেত্রে তথ্য সংগ্রহে এই লেজার বার্তাকে কাজে লাগাতে চাইছিলেন বিজ্ঞানীরা। সেই লক্ষ্যে তাঁদের কাছে ১৪০ মিলিয়ন মাইল দূর থেকে কোনও বার্তা এভাবে এসে সঠিকভাবে পৌঁছনো অবশ্যই বড় সাফল্য।