সৌরজগতের ২টি চাঁদে লুকোনো রহস্যের খোঁজ পেলেন বিজ্ঞানীরা
ইউরেনাস গ্রহের কথা তো সকলের জানা। তার অনেক চাঁদ রয়েছে। তার ২টি চাঁদে লুকোনো রহস্যের খোঁজ পেয়ে গেলেন বিজ্ঞানীরা।
সৌরমণ্ডলের একটি গ্রহ ইউরেনাস। এই ইউরেনাসের রয়েছে ২৭টি চাঁদ। পৃথিবীর একটি হলেও একাধিক গ্রহের অনেকগুলি করে চাঁদ রয়েছে। তেমনই ইউরেনাসের ২৭টি। এই ২৭টি চাঁদের মধ্যে আবার ২টি চাঁদ এমন রয়েছে যেখানে লুকোনো রহস্যের খোঁজ পেয়ে গেলেন বিজ্ঞানীরা।
এই ২টি চাঁদ হল এরিয়েল এবং মিরান্ডা। সকলেই জানেন যে পুরু বরফের চাদরে ঢাকা রয়েছে ইউরেনাসের এই ২টি চাঁদই। কিন্তু সেই বরফের পুরু চাদরের তলায় কি আছে। আরও বরফ কি?
বিজ্ঞানীরা এবার তার খোঁজ পেলেন। বিজ্ঞানীরা তাঁদের পর্যবেক্ষণ, হাতে পাওয়া নানা তথ্য বিশ্লেষণ করে দেখার পর মনে করছেন ওই ২টি চাঁদের জমাট বরফের চাদরের তলায় রয়েছে ২টি মহাসমুদ্র।
সেই মহাসমুদ্রে প্রচুর জল রয়েছে। শুধু তাই নয়, ইউরেনাসের এই ২টি চাঁদ মহাশূন্যেও নানা পদার্থ ছড়িয়ে চলেছে। যা অবশ্যই গুরুত্বপূর্ণ।
এর আগে সৌরমণ্ডলের অন্য ৩ গ্রহ বৃহস্পতি, শনি ও নেপচুনের কমপক্ষে একটি করে বরফে ঢাকা চাঁদ এভাবেই মহাশূন্যে পদার্থ ছড়িয়ে দিচ্ছে বলে জানতে পেরেছিলেন বিজ্ঞানীরা। এবার সেই তালিকায় যুক্ত হল ইউরেনাসের নাম।
এই পদার্থগুলি সবই এনার্জি পার্টিকল। এখানেই থামেননি বিজ্ঞানীরা। তাঁরা মনে করছেন ইউরেনাসের ২টি চাঁদ এরিয়েল এবং মিরান্ডা, ছাড়াও এমন আরও ৩টি চাঁদ রয়েছে যার উপরিভাগের তলায় লুকিয়ে থাকতে পারে অনন্ত মহাসমুদ্রের বিপুল জলরাশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা