মঙ্গলগ্রহে তোলপাড়, মানুষ থাকলে কি হত
লাল গ্রহের নানা সময়ের ছবি পাওয়ায় বিজ্ঞানীরা লাল গ্রহের সকাল বিকেল রাত সবই চিনতে পারেন। যা আমূল বদলে দিল একটি ঘটনা। প্রভাব খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা।
সূর্যে বিভিন্ন সময়েই ঝড় ওঠে। ভয়ংকর অগ্নিশিখা ছিটকে বার হয়ে আসে নক্ষত্র গোলক থেকে। অনেক অনেক দূর পর্যন্ত তার প্রভাব পড়ে। চলতি বছরে এমন কিছু এমন সৌরঝড় হয়েছে যা এর আগে কখনও হয়নি। সূর্য থেকে ছিটকে আসা অগ্নিশিখা অনেক বেশিই বেরিয়ে এসেছে। যার প্রভাবও পড়েছে।
এই সৌরঝড়ের প্রভাব বেশ নজরে পড়ার মতন পড়েছে মঙ্গলগ্রহের ওপর। দেখা গেছে সৌরঝড়ের প্রভাবে সেখানে আলোর চেনা ঔজ্জ্বল্য বেড়েছে কমেছে। এমনকি মঙ্গলগ্রহেও অরোরা দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা।
নাসার যান রয়েছে মঙ্গলগ্রহে। সেখান থেকে ছবি আসছে বিভিন্ন সময়ে। ফলে নাসার বিজ্ঞানীদের কাছে সৌরঝড়ের সময়ের পরিস্থিতি একেবারে ছবিতে এসে পৌঁছেছে। যা তাঁদেরও অবাক করে দিয়েছে।
সূর্যে সর্বকালীন ভয়ংকর ঝড় হয়েছে ইদানিংকালেই। তারই সরাসরি প্রভাব পড়েছে মঙ্গলগ্রহে। এই প্রভাব কতটা ভয়ংকর? কি হতে পারে তা থেকে? তেজস্ক্রিয় বিকিরণ কতটা শক্তিশালী ছিল? এসবই পরীক্ষা করে দেখছেন বিজ্ঞানীরা।
কারণ আগামী দিনে যখন প্রথম কোনও মানুষের পা পড়বে মঙ্গলের বুকে তখন তাঁকে কি ধরনের সৌরঝড়ের প্রভাব সামাল দিতে হবে, তাঁর ওপর কতটা তার প্রভাব পড়বে তাও খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। তাছাড়া গভীর মহাশূন্যে সৌরঝড়ের প্রভাব কেমন হয় তাও এই সুযোগে পরীক্ষা করার, জানার সুযোগ পেয়ে গেলেন তাঁরা।