মঙ্গল থেকে পৃথিবীকে কেমন লাগে, নাসার তোলা ছবিতে মিলল উত্তর
মঙ্গল থেকে পৃথিবীকে কেমন লাগে তা কেবল কৌতূহলই ছিল এতদিন। এবার সেই কৌতূহলেও দাঁড়ি টানল নাসা।
পৃথিবী থেকে মঙ্গলগ্রহ তো কমবেশি সকলেই দেখেছেন। কিন্তু মঙ্গল থেকে পৃথিবীকে কেমন লাগে তা কেবল কৌতূহলই ছিল এতদিন। এবার সেই কৌতূহলেও দাঁড়ি টানল নাসা। নাসার প্রকাশিত সেই ছবিতে মঙ্গলের মাটি থেকে পৃথিবীকে কেমন লাগে তা দেখে চমকিত গোটা বিশ্ব।
সবুজ, নীল এবং লাল। মঙ্গল থেকে পৃথিবীর ছবিতে এই তিনটি রঙ স্পষ্ট। যা গাছপালা, সমুদ্র এবং জনবসতিকে ইঙ্গিত করছে। এগুলির রঙই ফুটে উঠেছে ১২৭ মিলিয়ন মাইল দূরের মঙ্গলগ্রহ থেকে।
পৃথিবীর চোখে মঙ্গল যেমন কেবলই লাল গ্রহ। মঙ্গলের কাছে পৃথিবী একটি তিনরঙা গ্রহ। পৃথিবীর সঙ্গে চাঁদও একই ফ্রেমে ধরা পড়েছে। তবে পৃথিবীর তুলনায় চাঁদকে অনেকটা ফিকে লেগেছে। তবে স্পষ্ট দেখা গেছে।
মঙ্গলের চোখে চাঁদ কেমন দেখতে তা এই ছবি থেকে পরিস্কার। নাসা জানিয়েছে, অত্যাধুনিক হাই-রেজোলিউশন ক্যামেরা দিয়ে মঙ্গলযান থেকে ছবিটি তোলা হয়। মোট ৪টি ছবি তোলা হয়েছিল। যার একটি প্রকাশ করা হয়েছে।
এই ছবি চাক্ষুষ করার পর সৌরমণ্ডলের অন্য একটি গ্রহ থেকে পৃথিবী নামক গ্রহটিকে কেমন লাগে তা এবার অনেকটা পরিস্কার হল বিশ্ববাসীর কাছে।