পৃথিবীতে আসছে একটুকরো মঙ্গল, কৌতূহলী বিজ্ঞানীরা
মঙ্গলগ্রহ থেকে মাটি নিয়ে আসার কাজ চলছে। তবে বিজ্ঞানীরা মাটির পাশাপাশি মাটির সঙ্গে আসা উপরি পাওনা নিয়ে বেশি কৌতূহলী।
মঙ্গলগ্রহ থেকে মাটি সংগ্রহের কাজ জোরকদমে চালাচ্ছে নাসার যান পারসিভিয়ারেন্স। মঙ্গলের মাটি, পাথর, ধুলো নিয়ে একটি টিউবে পুরো ফেলছে সে। এক জায়গা থেকে নয়। মঙ্গলের বিভিন্ন জায়গায় পৌঁছে সেখানে মাটি খুঁড়ে সেই মাটি টিউবে ভরে নিচ্ছে এই রোবোটিক যান।
তারপর তা সিল করে দিচ্ছে। যা পৃথিবীতে এসে পৌঁছলে মঙ্গলের নানা জায়গার মাটি পরীক্ষা করে বিজ্ঞানীরা মঙ্গল সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। ধারনা অনেক বেশি পরিস্কার হবে। যা আখেরে মঙ্গলে মানুষ পাঠানোর যে চেষ্টা তাকেই এগিয়ে নিয়ে যাবে।
মঙ্গলগ্রহে এই মাটি সংগ্রহ এবং তা পৃথিবীতে নিয়ে আসা নিয়ে বিজ্ঞানীরা মুখিয়ে আছেন। তাঁরা হাতে পেতে চাইছেন মঙ্গলগ্রহের মাটি, পাথর। তাই তা পাওয়া নিয়ে কৌতূহল কাজ করছে।
কিন্তু বিজ্ঞানীরা লাল গ্রহের মাটি, পাথর হাতে পাওয়ার আনন্দের পাশাপাশি সেই টিউবে করে আসা উপরি পাওনা নিয়ে যেন একটু বেশি কৌতূহলী।
টাইটানিয়াম নমুনা টিউবে মঙ্গলের মাটি, পাথর ভরার পর তার মুখ সিল করে দিচ্ছে পারসিভিয়ারেন্স। এই সময় মঙ্গলের হাওয়াও কিছুটা সেই টিউবে বন্দি হয়ে যাচ্ছে। যা ওই নমুনার সঙ্গে টিউবে করে পৃথিবীতে এসে হাজির হবে।
এতে মঙ্গলের বাতাস উপরি পাওনা হিসাবে পাবেন বিজ্ঞানীরা। যা তাঁদের গবেষণায় কাজে লাগতে পারে। তাই সেটা পেতেও আগ্রহী বিজ্ঞানীরা। এখনও ২৪টি এমন টিউবে নমুনা সংগ্রহ করে তার মুখ বন্ধ করে দিয়েছে পারসিভিয়ারেন্স।