মহাশূন্যের ডিমকে কাছে টেনে নিল পেঙ্গুইন, দেখল জেমস ওয়েব
মহাশূন্যে যে কত কি চলছে তার কতটুকই বা জানা যায়। যেমন গভীর মহাশূন্যে রয়েছে একটি পেঙ্গুইন। আর রয়েছে একটি ডিম। পেঙ্গুইন আবার ডিমকে কাছে টেনে নিয়েছে।
মহাশূন্যের চেয়ে রহস্যময় আর কিছুই হয়না। যে রহস্যের কিনারা করা দুঃসাধ্য। তবে মানুষ থেমে নেই। যতটা পারা যায় জানার লড়াই চালিয়ে যাচ্ছে তারা। বিজ্ঞানীরা এজন্য প্রযুক্তিকে কাজে লাগাচ্ছেন।
সেই প্রযুক্তিরই একটি তাক লাগানো যন্ত্র হল নাসার তৈরি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। যার দ্বিতীয় বিজ্ঞানবার্ষিকী পালন করল নাসা।
জেমস ওয়েব একের পর এক পৃথিবী থেকে বহু বহু দূরের নক্ষত্র, নক্ষত্রপুঞ্জ, নক্ষত্রের জন্ম, তার শেষ হয়ে যাওয়া, গ্রহাণু, ধূমকেতু এবং এমন মহাজাগতিক সব তাক লাগিয়ে দেওয়া ছবি তুলে বৈজ্ঞানিকদের পাঠাচ্ছে যা বিজ্ঞানীদের অনেক ভুল ভেঙে দিচ্ছে। মহাশূন্যকে আরও ভালভাবে জানার সুযোগ পাচ্ছেন তাঁরা।
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের দ্বিতীয় বিজ্ঞানবার্ষিকী পালন করতে জেমস ওয়েবেরই তোলা একটি গভীর মহাশূন্যের ছবি সামনে এনেছে নাসা। যেখানে একটি পেঙ্গুইন ও একটি ডিম একে অপরকে কাছে টেনে নিয়েছে।
মনে হতেই পারে মহাশূন্যে পেঙ্গুইন বা ডিম এল কোথা থেকে? কারই বা ডিম? আসলে এই ২টি হল ২টি নক্ষত্রপুঞ্জ। যাদের দেখলে একটিকে ডিম বলে মনে হবে। অন্যটিকে পেঙ্গুইন।
পেঙ্গুইনটাই সবচেয়ে বেশি নজর কাড়ে। এই ২টি নক্ষত্রপুঞ্জ নিজেদের সঙ্গে মিশেছে। বিজ্ঞানীরা এদের পেঙ্গুইন ও ডিম বলেই ডাকেন। সেই ২টি নক্ষত্রপুঞ্জের মিলনকে সামনে রেখেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পালন করল জেমস ওয়েবের দ্বিতীয় বিজ্ঞানবার্ষিকী।