মঙ্গলগ্রহে রেকর্ড গড়ে উড়ল নাসার হেলিকপ্টার
আজ পর্যন্ত যা হয়নি তা করে দেখাল মঙ্গলের বুকে থাকা নাসার বিশেষ হেলিকপ্টার ইনজেনুইটি। অনেক উঁচু থেকে রঙিন ফটোও তুলল।
নাসার যান মঙ্গলে একের পর এক রেকর্ড গড়ছে। এবার ওই যানে করে মঙ্গলে পৌঁছনো বিশেষ হেলিকপ্টার মঙ্গলকে আরও বেশি করে চেনাল।
এদিন হেলিকপ্টারটি মঙ্গলের বুকে তার পঞ্চম উড়ান নেয়। বেশিক্ষণ নয়, ১০৮ সেকেন্ড ওড়ে সেটি। আর তাতেই সৃষ্টি হয়েছে নয়া রেকর্ড।
লাল গ্রহের স্থানীয় সময় দুপুর ১২টা ৩৩ মিনিটে সেটি ওড়ে। তারপর উড়ে যায় ৩৩ ফুট ওপরে। মাটি থেকে ৩৩ ফুট ওপরে এই প্রথম গেল হেলিকপ্টারটি। ৩৩ ফুট ওপর থেকে মঙ্গলের রঙিন ফটো তুলে পাঠায় সে।
৩৩ ফুট ওপর থেকে মঙ্গলের মাটির বিস্তীর্ণ ছবি নাসার বিজ্ঞানীদের অনেক জিজ্ঞাসার উত্তর দেবে বলেই মনে করা হচ্ছে। হেলিকপ্টারটি এদিন যেখানে অবতরণ করে সেটিও নতুন জায়গা। সেখানেও সফল অবতরণ হয় হেলিকপ্টারটির।
ফলে তার এই পঞ্চম উড়ান কিন্তু নয়া ইতিহাস তৈরি করল। যেখান থেকে সেটি ওড়ে তার নাম বিজ্ঞানীরা রেখেছেন রাইট ব্রাদার্স ফিল্ড।
সেখান থেকে উড়ে হেলিকপ্টারটি ৪২৩ ফুট দূর পর্যন্ত যায়। তারপর সেখানে অবতরণ করে। এদিনের এই হেলিকপ্টারের উড়ানকে বড় সাফল্য হিসাবেই দেখছেন বিজ্ঞানীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা