মঙ্গলে জীবনের হদিশ দিল ঝর্নার গায়ের নতুন পাথর
মঙ্গলগ্রহে ফের চোখ না ফেরাতে পারা পাথরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। যা বিজ্ঞানীদের মঙ্গলে জীবনের হদিশ দিয়েছে। এক ঝর্না লাগোয়া পাথরে মিলল এই বিরল খোঁজ।
পারসিভিয়ারেন্স রোভার নিজের মত করে মঙ্গলের মাটিতে ঘুরে তার গবেষণা চালিয়ে যাচ্ছে। যা পাচ্ছে তা এক একটা চমক হয়ে সামনে আসছে বিজ্ঞানীদের জন্য। এর আগেও পারসিভিয়ারেন্সের হাত ধরে আজব সব পাথরের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা।
এবার মঙ্গলের জেজেরো ক্রেটারের এমন একটা জায়গায় রোভার পৌঁছে গিয়েছিল যেখানে কোটি কোটি বছর আগে একটি ঝর্না ছিল বলে মনে করছেন বিজ্ঞানীরা। সে ঝর্নার নামও দিয়েছেন তাঁরা।
চিয়াভা ফলস নামে ওই ঝর্না যে পাথর স্পর্শ করে নিচে নামত সেই পাথরের গা ধরে বিজ্ঞানীরা এক ধরনের নতুন পাথরের দেখা পেয়েছেন। লালচে রংয়ের এই পাথরের বিশেষত্ব হল এগুলির গায়ে প্রচুর ছোট ছোট দাগ রয়েছে। বিজ্ঞানীদের চোখে এই দাগ অনেকটা লেপার্ডের গায়ের ছোপের মত।
এই যে পাথর পাওয়া গিয়েছে চিয়াভা ঝর্নার কাছে তা একসময় নানা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছিল। অনেক পাথরই যায়। এই পাথরটি দেখার পর বিজ্ঞানীরা যে প্রাথমিক ধারনা পেয়েছেন তা যথেষ্ট চমকপ্রদ।
বিজ্ঞানীরা মনে করছেন কোটি কোটি বছর আগে এই পাথরের গায়ে জীবাণু বাসা বেঁধেছিল। জীবাণু মানে কিন্তু প্রাণ। বিজ্ঞানীরা মনে করছেন এই পাথরের গা জুড়ে জীবাণুর বাসা বাঁধা আদপে কোনও একটা সময়ে মঙ্গলে জীবাণুর মত প্রাণ থাকার অস্তিত্বই প্রমাণ করে।
তবে এই তথ্যকে আরও নিশ্চয়তা দিতে বিজ্ঞানীরা আরও ভাল করে মঙ্গলের এই পাথরের পরীক্ষা চালিয়ে যেতে চান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা