বেশি দেরি নেই, সাদা থেকে সবুজ হতে চলেছে মেরু অঞ্চলের চেহারা
পৃথিবীতে অনেক কিছুই বদলে যাচ্ছে। দীর্ঘদিনের চেনা জায়গাগুলো কেমন অচেনা রূপ নিচ্ছে। যেমন কিছু সময়ের মধ্যেই সাদা থেকে বদলে সবুজ হতে চলেছে মেরু অঞ্চলের চেহারা।
পৃথিবীর ২ প্রান্তের ২ মেরুর একটি সুমেরু এবং অন্যটি কুমেরু। ২ মেরু অঞ্চলই পুরু বরফের চাদরে ঢাকা। এখানে রয়েছে তুন্দ্রা অঞ্চল। অতি প্রবল ঠান্ডার কারণে যেখানে গাছপালা প্রায় নেই। থাকার মধ্যে কিছু জায়গায় পাওয়া যায় ঘাস, শ্যাওলা এবং গুল্ম জাতীয় কিছু সবুজ।
নাসা বিভিন্ন কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে কিন্তু এ নিয়ে এক চমকে দেওয়া বিষয় আগাম জানিয়ে দিয়েছে। নাসা জানাচ্ছে পৃথিবীর উত্তর প্রান্তে যে মেরু অঞ্চল রয়েছে ২১০০ সালের মধ্যে সেই অঞ্চলের তুন্দ্রা বনভূমি একদম বদলে যেতে চলেছে।
সেখানে অনেক বড় বড় ঘাস জন্মে যাবে। অনেক গাছও হবে। সবুজ অরণ্যে ভরে যাবে তুন্দ্রা অঞ্চল। যেখানে এখন ছোট ছোট ঘাস, শ্যাওলা আর কোথাও কোথাও গুল্ম জাতীয় উদ্ভিদের দেখা মেলে।
যেখানে ঠান্ডার কারণে এখন ভাবাই যায়না যে সেখানে গাছপালাও ভরে যেতে পারে! একইভাবে সবুজ হয়ে যেতে চলেছে বোরিয়াল জঙ্গলও।
আলাস্কা, রাশিয়া, কানাডা এবং স্ক্যান্ডিনেভিয়া জুড়ে বরফের রাজ্য ভরে যেতে চলেছে সবুজের আবাহনে। চারধারে সেখানে প্রচুর বড় বড় গাছপালায় মুড়ে যেতে চলেছে।
যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তাতে সাদা বরফের রাজ্য আর ৭৫ বছরের মধ্যেই সবুজে ভরে যেতে চলেছে। যা উপকারও করবে। ওই বনাঞ্চল তৈরি হলে তা পৃথিবীর ক্ষতিকারক গ্রিন হাউস গ্যাস শুষে নিতে কার্যকরী ভূমিকা পালন করবে বলেই মনে করছে নাসা।