SciTech

মহাকাশে নজর কাড়ল ২ উজ্জ্বল চোখ আর চওড়া হাসি

মহাকাশে যে কতকিছুই ঘটে চলেছে তার খবর পৃথিবীর পক্ষে রাখা অসম্ভব। তবে চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। তাই কিছু মহাজাগতিক ঘটনা নজরে এসেই পড়ছে।

২০০৫ সালের কথা। তখনই নাসার স্লিৎজার স্পেস টেলিস্কোপ বহু দূরে এই দৃশ্যের আভাস পায়। বিজ্ঞানীরাও জানতে পারেন বিষয়টি। কিন্তু ছবি পরিস্কার না থাকায় বিজ্ঞানীদের কাছে পুরো বিষয়টি পরিস্কার ছিলনা।

এখন অতিশক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বিজ্ঞানীদের সেই না পাওয়ার দুঃখ ভুলিয়ে দিল। জেমস ওয়েব এমন এক ছবি তুলেছে যেখানে দেখা যাচ্ছে ২টি উজ্জ্বল চোখ আর তার সঙ্গে একটা বেশ চওড়া হাসি ঝলমল করছে মহাকাশে।


২টি নক্ষত্রপুঞ্জের সংঘর্ষ এই মহাজাগতিক হাসির জন্ম দিয়েছে। যেখানে একটি উপবৃত্তাকার নক্ষত্রপুঞ্জ এবং একটি সর্পিল নক্ষত্রপুঞ্জ একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে।

২টি নক্ষত্রপুঞ্জের উজ্জ্বল ২টি নক্ষত্ররাশি ঝলমল করছে হুবহু ২টি চোখের মত। আর সেই জোড়া চোখের নিচে একটি চওড়া হাসি রীতিমত উৎফুল্ল করেছে নাসার বিজ্ঞানীদের। তাঁরা তাই এই হাসিকে বেশ ফলাও করে প্রচার করেছেন।


এই ২টি নক্ষত্রপুঞ্জ মিলে যাওয়ার পর ২টির মধ্যে একটি যোগসূত্র তৈরি হয়েছে সাদা উজ্জ্বল একটি সেতুর দ্বারা। এই সাদা উজ্জ্বল সেতুটি তৈরি হয়েছে অনেক নক্ষত্র ও প্রচুর গ্যাসের সাহায্যে। যা ২টি নক্ষত্রপুঞ্জকে জুড়ে রেখেছে বলে মনে হবে।

২টির মধ্যে আকর্ষণের যোগসূত্রও এই উজ্জ্বল সাদা সেতুই। সব মিলিয়ে বহুদূরের এই মহাজাগতিক উজ্জ্বল চোখ ও হাসির ছবি দেখে সাধারণ মানুষও উৎফুল্ল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button