মঙ্গলগ্রহে জেব্রার মত সাদাকালো ডোরা পাথর, চমকিত বিজ্ঞানীরা
যত দিন যাচ্ছে ততই যেন রহস্যময় হয়ে উঠছে লাল গ্রহ মঙ্গল। যত তার সম্বন্ধে জানা যাচ্ছে ততই নতুন নতুন বিষয় সামনে এসে পড়ছে।
মঙ্গলকে চেনার জন্য দিন রাত এক করে ফেলছেন বিজ্ঞানীরা। মঙ্গলের বুকেও পারসিভিয়ারেন্স রোভার, কিউরিওসিটি রোভাররা ঘুরে বেড়াচ্ছে মঙ্গলকে ভাল করে চেনার জন্য।
মঙ্গলের জেজেরো ক্রেটারে মাসের পর মাস ঘুরে বেড়িয়েছে পারসিভিয়ারেন্স রোভার। এমন বহু তথ্য সে বিজ্ঞানীদের হাতে তুলে দিয়েছে যা মঙ্গল সম্বন্ধে ধারনাই বদলে দিয়েছে।
সেই জেজেরো ক্রেটারে কাজ সেরে এবার পারসিভিয়ারেন্স ক্রেটারটির ঢাল ধরে উপরের দিকে উঠে আসছে। যাতে জেজেরোর মাথায় পৌঁছে সেখানে তার কাজ করতে পারে।
এই ওঠার পথেও অবশ্য তার তথ্য সরবরাহ বন্ধ নেই। আর তা করতে গিয়েই এবার সে এমন এক দৃশ্য পাঠিয়েছে যা মঙ্গলগ্রহে এর আগে কোথাও দেখতে পাওয়া যায়নি।
পারসিভিয়ারেন্স এমন এক পাথরের ছবি পাঠিয়েছে যার গায়ে সাদাকালো ডোরা দাগ রয়েছে। এমন পাথর রয়েছে মঙ্গলগ্রহে? অবাক বিজ্ঞানীরা।
এদিকে বিষয়টি সামনে আসার পরই এই সাদাকালো দাগের সঙ্গে জেব্রার দাগের মিল খুঁজে পেয়েছেন অনেকে। তাই এই পাথরের নাম হয়েছে জেব্রা রক।
এমন পাথর মঙ্গলের ইতিহাস তুলে ধরতে পারে। মঙ্গলের পাথর পরীক্ষা করতে, মঙ্গলের আদি ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন বিজ্ঞানীরা।
আর মঙ্গলের চেনা পরিচিত পাথরের বাইরেও যে এমন সাদাকালো ডোরার পাথর সেখানে পড়ে আছে তা দেখে চমকিত বিজ্ঞানীরা। তাঁরা এই পাথরটি থেকে মঙ্গল সম্বন্ধে নতুন করে কিছু জানার চেষ্টা শুরু করেছেন।