ফেরার পথ থাকবেনা, আর ৩০ বছরের মধ্যে এ কি দেখতে চলেছে পৃথিবী
এমন পরিস্থিতি তৈরি হবে যে ফেরার আর পথ থাকবেনা। এমনই এক সতর্কবার্তা দিল নাসা। পৃথিবীর এ কি হতে চলেছে।
বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস গ্যাস, প্রকৃতির চরমপন্থি আচরণ, সবই দেখতে শুরু করেছে পৃথিবীর মানুষ। এ পরিবর্তন বড়ই দ্রুত হচ্ছে। গ্রিন হাউস গ্যাসে লাগাম দিতে নানা পদক্ষেপের বিষয়ে কথা হচ্ছে ঠিকই, কিন্তু কাজের কাজ তেমন কিছুই এগোচ্ছে না।
অন্তত পৃথিবী যেভাবে বদলাচ্ছে তাতে তা পরিস্কার। এবার নাসা আরও এক বুক কাঁপার মত কথা শোনাল। সমুদ্রের জল বাড়া নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় দ্বীপরাষ্ট্রগুলি। কারণ জল বাড়লে প্রথম তাদের জীবন সংশয় তৈরি হবে।
মুছে যেতে পারে অনেক দ্বীপ। নাসার সি লেভেল চেঞ্জ টিম-এর কাছে টুভালু, কিরিবাতি, ফিজি সহ বেশ কয়েকটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র অনুরোধ করে জলস্তর বৃদ্ধির হালহকিকত নিয়ে তাদের অবগত করতে।
সেই অনুরোধে সাড়া দিয়ে সেখানে জলস্তর বৃদ্ধি নিয়ে নানা পরীক্ষা শুরু করেন বিশেষজ্ঞেরা। আর তা করতে গিয়ে তাঁরা এমন তথ্য হাতে পান যা সকলের বুক কাঁপিয়ে দিতে পারে।
বিশেষজ্ঞেরা জানান, আগামী ৩০ বছরের মধ্যেই প্রশান্ত মহাসাগরের অনেক দ্বীপের আশপাশের জলরাশি ৬ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেতে চলেছে। যে বৃদ্ধি একবার পেলে তা আর কমানো যাবেনা। ফেরার পথ নেই।
আর তা হলে কিন্তু দ্বীপগুলিকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। বহু মানুষের প্রাণ সংশয় তৈরি হতে পারে। কারণ জল বাড়লে তার প্রভাব সরাসরি গিয়ে পড়বে দ্বীপের ভূখণ্ডে।
সেখানে জলোচ্ছ্বাস বৃদ্ধি পাবে। আবহাওয়া পরিবর্তনের হাত ধরে তাই দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলির চিন্তার ভাঁজ পুরু করল এই রিপোর্ট।