চাঁদের জঞ্জাল সাফাইয়ের প্রতিযোগিতা, পুরস্কারের অঙ্ক নজরকাড়া
চাঁদে জঞ্জাল সাফাই করতে হবে। সেই সাফাই নিয়েই প্রতিযোগিতা। যা আয়োজন করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পুরস্কারের অঙ্ক ২৫ কোটির ওপর।
ক্রমে মহাকাশে মানুষের যাতায়াত যে বাড়বে তা বর্তমান কর্মকাণ্ড থেকেই পরিস্কার। চাঁদে আগামী দিনে নিয়মিত যাতায়াত হয়তো লেগে থাকতে চলেছে। মানুষ সেখানে গিয়েই যে ফিরে আসবে তা নয়।
সেখানে থেকে গবেষণাও করবে। ঘুরবে চাঁদের বুকে। সেজন্য বিশেষ গাড়িও তৈরি হচ্ছে। মানুষের যাতায়াত, থাকা বাড়া মানে কিন্তু জঞ্জালও তৈরি হওয়া।
এখন যে চাঁদ জঞ্জাল মুক্ত, সেখানে কিন্তু ক্রমে জঞ্জাল বাড়বে। যার মধ্যে থাকছে খাবারের প্যাকেট, মানুষের ফেলে দেওয়া পোশাক, গবেষণার কাজে প্রয়োজনীয় জিনিসপত্র, এমন নানা জঞ্জাল সেখানে জমবে। সেসব তো নষ্টও করতে হবে।
মহাকাশে ছড়িয়ে পড়া জঞ্জাল নষ্ট করা নিয়ে আগেও নানা কাজ হয়েছে। এবার নাসা যে প্রতিযোগিতার আয়োজন করেছে তাতে চাঁদে জঞ্জাল সাফাইয়ের নতুন উপায় যেমন মানুষের কাছ থেকে আহ্বান করা হচ্ছে, তেমন সেখানে একটি শর্তও দেওয়া হয়েছে।
যে যাই নতুন ভাবনা দিন না কেন, তাঁকে মাথায় রাখতে হবে জঞ্জাল কেবল নষ্ট করলেই চলবে না, তাকে এমনভাবে নষ্ট করতে হবে যাতে তা দিয়ে চাঁদের বুকেই নতুন এক ব্যবহার্য বস্তু তৈরি হয়। অর্থাৎ যাকে বলে রিসাইক্লিং। জঞ্জাল বলে একেবারে নষ্ট করে দিলে চলবে না।
এজন্য ৩ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা করেছে নাসা। ভারতীয় মুদ্রায় যা ২৫ কোটি টাকার কিছু বেশি। এই অভিনব জঞ্জাল সাফাইয়ের ভাবনা পাওয়া গেলে তা আগামী দিনে শুধু চাঁদ নয়, গভীর মহাকাশে যে কোনও অভিযানেই কার্যকরী হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।