চাঁদে রয়েছে বিপুল বরফ, আরও সহজ হবে মানুষের যাতায়াত
চাঁদে যে বরফ আছে তা আগেই জানা গিয়েছিল। যেটা নতুন করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন তা হল সেখানে রয়েছে প্রচুর পরিমাণে বরফ। যা তাঁদের ধারনার বাইরে।
চাঁদে যে এত বরফ রয়েছে তা জানা ছিলনা বিজ্ঞানীদের। জানা যেটা ছিল সেটা হল চাঁদে বরফ রয়েছে। কিন্তু তার পরিমাণ যে এতটা বিশাল সে সম্বন্ধে তাঁদের ধারনা ছিলনা।
ধারনা হল নাসার লুনার রিকনেসেন্স অরবিটার-এর পাঠানো তথ্যে। যা কার্যত চাঁদ নিয়ে বিজ্ঞানীদের সব ধারনাই বদলে দিয়েছে। চাঁদে মানুষ পাঠানোর জন্য কোমর বেঁধে তৈরি হচ্ছে নাসা।
চাঁদে কেবল গিয়ে চলে আসা নয়, চাঁদে দীর্ঘ সময় থেকে সেখানে নানা পরীক্ষা করাই বিজ্ঞানীদের লক্ষ্য। চাঁদে যে বিপুল পরিমাণে বরফ রয়েছে তা জানার পর চাঁদে মানুষ পাঠানোর উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে গেল।
কারণ চাঁদে পৌঁছনোর পর সেখানকার তেজস্ক্রিয়তা থেকে রক্ষা পেতে বরফ বড় ঢাল হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এছাড়া চাঁদে মানুষের অভিযানকে তরান্বিত করতে বরফ কার্যকরি ভূমিকা নেবে।
আবার বরফকে হাইড্রোজেন ও অক্সিজেন যৌগে ভেঙে নিতে পারলে তা রকেটের জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে। আবার শ্বাসযোগ্য বাতাসও তৈরি করা যাবে। যা মানুষের পক্ষে দীর্ঘসময় চাঁদে থাকা সহজ করে দেবে।
চাঁদের দক্ষিণ মেরু ও তার চারধারে প্রচুর পরিমাণে জল জমে তৈরি বরফের অস্তিত্বের কথা জানতে পেরেছেন বিজ্ঞানীরা। বিক্ষিপ্তভাবে জমাট বরফ ছড়িয়ে রয়েছে বিশাল এলাকা জুড়ে। এই বরফ আগামী দিনে চাঁদে মানুষের যাতায়াতকে আরও নিশ্চিন্ত করার পথ খুলে দিল।