World

বিরলতম মুহুর্ত, মহাকাশ থেকে এ কোন রূপ ধরা পড়ল বিখ্যাত নদীর

এমন বিরল ঘটনা খুব কমই দেখা যায়। তবে এবার যখন দেখা গেল তখন মহাকাশ থেকে ছবি তোলার সময় কার্যত অবিশ্বাস্য ঠেকল ফটোগ্রাফারের।

এ এক বিরল ক্ষণ। এমন সুযোগ সহজে মেলেনা। তাও আবার মহাকাশ থেকে। আইএসএস অর্থাৎ আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে অনেকসময় পৃথিবীর নানা বিরল ছবি তুলে থাকেন মহাকাশচারীরা। এবার এমনই এক ছবি তোলার সময় বিরল সুযোগ পেয়ে গেলেন ফটোগ্রাফার।

দেখলেন একটি নদীর জলে সূর্যের আলো এমনভাবে পড়েছে যে তা ঠিকরে সরাসরি তিনি যেখানে রয়েছেন সেদিকেই আসছে। এমনটা সহজে হয়না। আর এমনটা হলে সেই নদী এবং তার চারপাশের প্রকৃতির ছবিটাকে খুব সুন্দরভাবে আলাদা করা যায়।


কারণ নদীর গতিপথের বিশাল অংশ ধরা পড়ে মহাকাশ থেকে। সবটা থেকে ঠিকরে বার হচ্ছে সূর্যের আলো। ঝলমল করছে জলভাগ। আর তার ২ পাশ ধরে সবুজ প্রকৃতির আলাদাই রং।

অ্যালাব্যামা নদীর স্বচ্ছ জলের ওপর সূর্যের আলো এভাবেই ঠিকরে পড়ে তৈরি করেছিল সানগ্লিন্ট। সেই বিরল সানগ্লিন্ট মুহুর্তে ছবিটি তুলে ফেলেন মহাকাশচারী। ফলে এমন এক ছবি ফ্রেমবন্দি হয় যা সহজে ধরা দেয়না।


সেই ছবি এখন নাসার সম্পদ। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাব্যামা রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া অ্যালাব্যামা নদীর ওপর ১৯৬০ সালে বাঁধ দেওয়া হয়। ফলে জল বেড়ে আশপাশের একটা অংশে প্লাবনভূমি সৃষ্টি হয়।

সেই বেড়ে ওঠা জলের ছবিও ধরা পড়েছে নদীর বিশাল গতিপথে। সেখানে নদী অনেকটাই স্ফীত এবং অবশ্যই সূর্যের আলো ঠিকরে পড়ে অতিরিক্ত ঝলমলে। ১ বছর আগে নেওয়া এই ছবিটি নাসা প্রকাশ করার পর গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button