অন্য চাঁদে প্রাণ খুঁজতে যাওয়া আটকে দিল উৎসবের মুখের ঘূর্ণিঝড়
অন্য চাঁদে প্রাণ খুঁজতে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু সে যাত্রায় বাধ সাধল ঘূর্ণিঝড়। যেভাবে তা শক্তি বাড়াচ্ছে তাতে কতটা ক্ষতি হবে তা পরিস্কার নয় এখনও।
এক ভয়ংকর ঘূর্ণিঝড় ছুটে আসছে। তার জেরে থমকে গেল এক বহু প্রতীক্ষিত কর্মকাণ্ড। বৃহস্পতিগ্রহের অন্যতম চাঁদ ইউরোপা-তে পাড়ি দেওয়ার কথা ছিল আগামী ১০ অক্টোবর।
নাসার ইউরোপা ক্লিপার মিশন-এর আওতায় ইউরোপার দিকে ছুটে যাওয়ায় জন্য নাসার যানটিকে মহাকাশে পৌঁছে দিত স্পেসএক্স সংস্থার দানবীয় রকেট ফ্যালকন।
আগামী ১০ অক্টোবর আমেরিকার ফ্লোরিডার কেনেডি লঞ্চ কমপ্লেক্স থেকে বৃহস্পতির চাঁদ বরফে ঢাকা ইউরোপার দিকে উড়ে যাওয়ার সবকিছু স্থির ছিল। এখান থেকে উড়ে যাওয়ার পর সেটি ২.৬ বিলিয়ন কিলোমিটার বা ২৬০ কোটি কিলোমিটার পথ অতিক্রম করে ২০৩০ সালে ইউরোপায় পৌঁছনোর কথা।
সেখানে গিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা ও সেখানে প্রাণের সন্ধান করা ছিল নাসার উদ্দেশ্য। কিন্তু তা আপাতত থমকে গেল। কারণ ফ্লোরিডাকে তছনছ করার জন্য ঘূর্ণিঝড় মিল্টন শক্তি বাড়িয়েই চলেছে।
যা কার্যত এত প্রবল ঝড় ও বৃষ্টি বয়ে আনতে চলেছে যা এক ধ্বংসলীলার কারণ হতে পারে। এর আগেই আমেরিকা ঘূর্ণিঝড় হেলেনের ভয়ংকর প্রভাবের মুখোমুখি হয়েছে। এবার আমেরিকা ফের এক প্রবল ঝড়ের মুখে পড়তে চলেছে।
ঘূর্ণিঝড় মিল্টন ক্যাটাগরি ১ হ্যারিকেন বলে চিহ্নিত হয়েছে। তা মোকাবিলার জন্য তৈরি ফ্লোরিডা প্রশাসন। কিন্তু ঝড়ের তাণ্ডব থেকে বিস্তীর্ণ এলাকাকে কতটা বাঁচানো সম্ভব হবে তা পরিস্কার নয়। আপাতত গালফ অফ মেক্সিকোতে তা শক্তি বাড়িয়েই চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা