SciTech

মানবসভ্যতার কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ, সবকথা জানাবে ভারত ও আমেরিকার নিসার

মানবসভ্যতার কল্যাণে এই মুহুর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করতে হাত মেলাল ভারত ও আমেরিকা। মহাকাশে ২ দেশের হাত মিলিয়ে দেবে নিসার।

কোথাও ভূমিকম্প তো কোথাও ধস, আবার কোথাও অগ্নুৎপাত, এসব তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলতেই থাকে। সে জমি হতে পারে বা বরফে ঢাকা স্থান। পৃথিবীর উপরিভাগ যে ক্রমে বদলে যাচ্ছে তা মেনে নিচ্ছেন সকলেই।

এই বদলের ধরনধারণ সম্বন্ধে এখনও খুঁটিনাটি ধারনা তৈরি হতে পারেনি। এই ধারনা থাকা কিন্তু মানবসভ্যতাকে রক্ষার জন্য বিশেষ প্রয়োজন। এবার বদলে যেতে থাকা পৃথিবীর প্রতিটি কোণায়, প্রতিটি ইঞ্চির খুঁটিনাটি খবর দেবে নিসার। নিসার অর্থাৎ নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার।


এই মিশন চালু হলে ভারতের ইসরো ও আমেরিকার নাসা হাতে হাত মিলিয়ে মানবসভ্যতা রক্ষার্থে পৃথিবীর প্রতিটি কোণা চষে ফেলবে মহাকাশ থেকে। আর তা করবে প্রতি ১২ দিনে ২ বার করে।

ফলে প্রায় সর্বক্ষণের খবরই বিজ্ঞানীরা পেতে থাকবেন। আর তা পেলে আগে থেকেই অনেক প্রয়োজনীয় পদক্ষেপ করা সম্ভব হবে। পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যা দুর্গম, মানুষের ধরাছোঁয়ার বাইরে।


সেখানে কি ধরনের পরিবর্তন হচ্ছে, প্রকৃতির দুর্যোগ কি হচ্ছে, সেখানে তার কি প্রভাব পড়ছে, এসবই জানান দেবে এই নিসার। ২০২৫ সালে ভারত থেকেই মহাকাশে উড়ে যাওয়ার কথা এই নিসার মিশনের।

তারপরই ভারত ও আমেরিকা যৌথভাবে পৃথিবীর উপরিভাগের পরিবর্তন পর্যবেক্ষণের কাজ শুরু করে দেবে। যা আগামী দিনে মানবসভ্যতার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ প্রমাণিত হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button