SciTech

মহাকাশে কয়েকদিনে ঝাপসা হয়ে গেল একটি তারা, চারধারে আশ্চর্য চক্র

মহাকাশে এক আজব কাণ্ড প্রত্যক্ষ করল নাসা। একটি নক্ষত্র আচমকাই ঝাপসা হয়ে গেল। তারপর থেকে ঝাপসাই হচ্ছে। কেন এমন হল, ব্যাখ্যার চেষ্টা বিজ্ঞানীদের।

ব্রহ্মাণ্ড বড়ই রহস্যময়। সেখানে সারাক্ষণ যে কত আশ্চর্য ঘটনা ঘটে চলেছে তার খবর কেউ রাখে না। এখন অবশ্য উন্নত প্রযুক্তির হাত ধরে বিজ্ঞানীরা কিছু খবর পাচ্ছেন। যেমন নাসার বিজ্ঞানীরা এক আশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করলেন।

একটি ঝলমলে তারা মাত্র কয়েকদিনের মধ্যে কেমন যেন ঝাপসা হয়ে গেল। তারপর থেকে তার একটা দীর্ঘমেয়াদী আবছা হওয়ার প্রবণতা দেখতে পাওয়া গেছে। খুব সূক্ষ্মভাবে এই ঝাপসা হওয়াটা চলছে।


তবে বিজ্ঞানীরা একটু চমকিত এজন্য যে মহাজাগতিক ঘটনা আচমকা হয়না। সাধারণভাবে সেখানে যেকোনও পরিবর্তন বিপুল সময় ধরে হয়।

সেই জায়গায় এমন মাত্র কয়েকদিনে কেন ঝাপসা হয়ে গেল বোয়াজিয়ানজ স্টার বা ট্যাবিজ স্টার নামে পরিচিত একটি নক্ষত্র, কেন এমনটা হয়েছে তার একাধিক কারণ দেখাচ্ছেন বিজ্ঞানীরা।


বিজ্ঞানীদের একাংশ মনে করছেন ওই নক্ষত্র কোনও গ্রহকে খেয়ে ফেলেছে। তাই তার ক্ষেত্রে এখন এমনটা দেখা যাচ্ছে। তবে নাসার বিজ্ঞানীরা অন্য কথা বলছেন।

কারণ ট্যাবিজ স্টার নামে ওই নক্ষত্রের চার‌ধারে একটি বলয় বা চক্রের মত তৈরি হয়েছে। যা আদপে ধুলোর কুণ্ডলী দিয়ে তৈরি। এই ধুলোই ঝাপসা হওয়ার পিছনে দায়ী।

নাসার বিজ্ঞানীরা মনে করছেন একটি দানবীয় ধুলোর মেঘ ওই নক্ষত্রের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। তার ফলেই এই ক্রমে ঝাপসা হওয়ার প্রবণতা তার মধ্যে দেখা যাচ্ছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button