SciTech

পৃথিবীর বাইরে থাকার ব্যবস্থা করতে ২ সমুদ্রের দেশে জোর দিচ্ছে নাসা

পৃথিবীতে মানবসভ্যতা যদি সংকটের মুখে পড়ে তবে তো অন্যত্র থাকতে হবে। সেজন্য আগে থেকেই ব্যবস্থা পাকা করতে চায় নাসা। এজন্য তাদের প্রথম পছন্দ ২টি সমুদ্র দেশ।

মঙ্গলগ্রহকে প্রতিদিনই নতুন করে চিনছেন বিজ্ঞানীরা। চাঁদকেও অনেকটাই চেনার চেষ্টা অব্যাহত। এই ২ জায়গায় জনবসতি তৈরি করা যায় কিনা, এগুলি বসবাসের উপযোগী কিনা তাও পরীক্ষা করে দেখছেন বিজ্ঞানীরা।

তবে মানুষকে যদি পৃথিবীর বাইরে অন্য কোথাও গিয়ে থাকতেও হয়, তাহলেও তো জলের দরকার। সেটা তো মঙ্গল বা চাঁদে নেই! তাই এই ২ মহাজাগতিক খণ্ডে খোঁজ অব্যাহত রেখেই এবার ২ সমুদ্রের দেশকে চেনার জন্য মিশনে জোর দিচ্ছে নাসা।


এই ২টি সমুদ্রের দেশ অবশ্য সৌরমণ্ডলেরই অংশ। তবে সৌরমণ্ডলের বাইরেও থাকার কোনও জায়গা আছে কিনা তাও খুঁজে দেখছেন নাসার বিজ্ঞানীরা।

যে ২টি সমুদ্রের দেশে নাসার বিজ্ঞানীরা থাকার উপায় আছে কিনা খুঁজে দেখতে চাইছেন সেই ২টি হল বৃহস্পতির উপগ্রহ ইউরোপা এবং শনিগ্রহের উপগ্রহ এনসেলাডাস।


কারণ পৃথিবীর বাইরে যদি মহাসমুদ্র কোথাও বিরাজ করছে তাহলে এই ২টি উপগ্রহে। যেখানে প্রচুর জল রয়েছে। তাই এই ২টি জায়গায় একের পর এক মিশন পাঠিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে চাইছেন বিজ্ঞানীরা।

কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বা এআই নির্ভর রোবোটিক যান এখানে পৌঁছে এখানে কোনও প্রাণের অস্তিত্ব আছে কিনা তা যেমন পরীক্ষা করবে, তেমনই দেখবে এসব জায়গা মানুষের বসবাস যোগ্য কিনা। ইউরোপা নিয়ে অবশ্য ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। সেখানে যেতে চলেছে নাসার যান।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button