SciTech

মহাকাশ থেকে এটা আগে হয়নি, হাত মিলিয়ে সেটাই করে দেখাতে চলেছে ভারত ও আমেরিকা

আমেরিকাকে সঙ্গে নিয়ে কার্যত মহাকাশে ভেল্কি দেখাতে চলেছে ভারত। আমেরিকার নাসাকে সঙ্গে নিয়ে ইসরো এবার সেটাই করে দেখাতে চলেছে।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার এক সূত্রে নিজেদের গেঁথে ফেলল। তারা যৌথভাবে যা মহাকাশে পাঠাতে চলেছে তা কার্যত গোটা বিশ্বকে চমকে দেবে। কারণ মহাকাশ থেকে এ কাজ আগে কখনও সম্ভব হয়নি।

সেটাই এবার করতে চলেছে ইসরো ও নাসার নিসার নামে কৃত্রিম উপগ্রহ। পৃথিবীকে প্রদক্ষিণ করা কৃত্রিম উপগ্রহগুলির মধ্যে নিসারই প্রথম এমন এক কৃত্রিম উপগ্রহ হিসাবে মহাকাশে পৌঁছবে যার সঙ্গে ২ ধরনের রাডার থাকবে।


একটি ১০ ইঞ্চি তরঙ্গদৈর্ঘ্যের এল ব্যান্ড সিস্টেম এবং ৪ ইঞ্চি তরঙ্গদৈর্ঘ্যের এস ব্যান্ড সিস্টেম। এরা যে কাজটা মহাকাশে পৌঁছে করবে তা আজ পর্যন্ত কোনও পৃথিবীকে নজরে রাখা কৃত্রিম উপগ্রহ করে দেখাতে পারেনি।

নিসার মহাকাশে পৌঁছে পৃথিবীকে পরীক্ষা করতে শুরু করবে। দেখবে ভূমিকম্প, ভূমিধ্বস, অগ্নুৎপাতের মত প্রাকৃতিক বিপর্যয়ের জেরে পৃথিবী পৃষ্ঠের মাটির স্তরের বিকৃতি কতটা হয়েছে এবং হচ্ছে।


দেখবে হিমবাহ ও বরফের স্তরে কী ধরনের পরিবর্তন হচ্ছে এবং তা কতটা দ্রুত হচ্ছে। পৃথিবীর বুকে কতটা জঙ্গল নিশ্চিহ্ন হচ্ছে, কত আবার তৈরি হচ্ছে, কতটা জলাভূমি শেষ হচ্ছে, কতটা তৈরি হচ্ছে তাও নজর রাখবে নিসার।

সব মিলিয়ে পৃথিবীর প্রাকৃতিক পরিবর্তনের দিকে নজর রেখে সেই সংক্রান্ত তথ্য বিজ্ঞানীদের সরবরাহ করতে থাকবে নিসার। নিসার যা করবে তা এখনও কোনও পৃথিবী পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহের পক্ষে সম্ভব হয়নি। নিসারে এতটাই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

মনে করা হচ্ছে আগামী মার্চ মাসেই নিসার মহাকাশে উড়ে যাবে। তারপর তার কাজ শুরু করবে। নিসারের সাফল্য ভারতকে মহাকাশ বিজ্ঞান ও গবেষণায় আরও এক ধাপ এগিয়ে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button