SciTech

প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে ইতিহাস লিখতে চলেছেন শুভ্রাংশু শুক্লা

ফের মহাকাশে ভারত আর এক প্রথম পদক্ষেপের অপেক্ষায়। ভারতের শুভ্রাংশু শুক্লা গড়তে চলেছেন প্রথম ভারতীয় হিসাবে সেই ইতিহাস।

রাকেশ শর্মা ভারতের প্রথম নভশ্চর। যিনি প্রথম একজন ভারতীয় হিসাবে মহাকাশে যান। এবার আর এক ভারতীয় মহাকাশে আর এক ইতিহাস লিখতে চলেছেন। যিনি ভারতীয় হিসাবে প্রথমবার নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশনে হাজির হতে চলেছেন।

শুভ্রাংশু শুক্লা নামে ভারতীয় বায়ুসেনার ওই আধিকারিক প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন। শুভ্রাংশু শুক্লা ভারতীয় বায়ুসেনার আধিকারিকের পাশাপাশি একজন নাসার নভশ্চরও।

ভারত অপেক্ষা করছে গগনযান মিশনের জন্য। সেই মিশনেও শুভ্রাংশু শুক্লা একজন নভশ্চর হিসাবে নির্বাচিত হয়েছেন। তবে তার আগেই তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছনোর ইতিহাস লিখতে চলেছেন।

নাসার অ্যাক্সিওম-৪ মিশন বা যাকে ছোট করে বলা হচ্ছে এএক্স-৪, এই মিশনে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছেন ৪ জন নভশ্চর। যার একজন শুভ্রাংশু শুক্লা। তিনি এই মিশনে পাইলট হিসাবে নির্বাচিত হয়েছেন।


পেগি উইটসন নামে নাসার এক প্রাক্তন নভশ্চর এই মিশনের দায়িত্বে রয়েছেন। এছাড়া ২ জন ইউরোপিয়ান স্পেস এজেন্সির নভশ্চরও এই মিশনে অংশ নিচ্ছেন। স্পেসএক্স ড্রাগন রকেটে চেপে শুভ্রাংশু শুক্লা সহ ৪ জন নভশ্চর আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দেবেন।

এটা ভারতের জন্য ফের এক নতুন ইতিহাস রচনা করবে। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতীয় হিসাবে প্রথম পা রাখতে চলেছেন শুভ্রাংশু শুক্লা। তবে এর আগে ভারতীয় বংশোদ্ভূত হিসাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে একাধিকবার পা রেখেছেন সুনিতা উইলিয়ামস। যিনি এখন সেখানেই রয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button