৭টি পৃথিবীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা, প্রাণ থাকারও সম্ভাবনা
বিজ্ঞানীরা আরও পৃথিবীর সন্ধান পেয়েছেন। পৃথিবী তৈরি হওয়া বা তা টিকে থাকার পিছনে যে পরিবেশের প্রয়োজন ছিল, নতুন পাওয়া গ্রহে সেই অনুকূল পরিবেশ বর্তমান।
ব্রহ্মাণ্ডে আর কোথাও কী আর একটা পৃথিবী আছে? যেখানে প্রাণ আছে, জল আছে? এই বিশাল প্রশ্নের উত্তর এখনও অজানা। রহস্যাবৃত। সেই রহস্য উন্মোচনের চেষ্টাও কম হয়নি। হয়ে চলেছে নিরন্তর। আর সেই প্রচেষ্টার ফল হিসাবে নাসা-র বিজ্ঞানীরা আরও পৃথিবীর সন্ধান পেয়েছেন।
তবে সেখানে প্রাণ আছে কিনা বা জল আছে কিনা তা পরিস্কার নয়। যেটা পরিস্কার সেটা হল পৃথিবী তৈরি হওয়া বা তা এখনও টিকে থাকার পিছনে যে অনুকূল পরিবেশের প্রয়োজন ছিল, নতুন পাওয়া গ্রহে সেই অনুকূল পরিবেশ বর্তমান।
নাসার বিজ্ঞানীরা গবেষণা চালাতে গিয়ে সম্প্রতি ট্র্যাপিস্ট-১ নামে নক্ষত্রকে কেন্দ্র করে তৈরি আরও একটি গ্রহমণ্ডলের খোঁজ পেয়েছেন। যেখানে ৭টি গ্রহ ট্র্যাপিস্ট-১-কে প্রদক্ষিণ করে চলেছে।
এই ৭টিই পৃথিবীর মত দেখতে। যারমধ্যে ৩টি এমন গ্রহ রয়েছে যেখানে প্রাণ থাকার সবরকম অনুকূল সম্ভাবনা রয়েছে। থাকতে পারে জলও।
বিজ্ঞানীদের দাবি, এই ৩টি গ্রহের পাথুরে জমির ওপর জলের আভাসও মিলেছে। তবে এখনও পুরো বিষয়টিই গবেষণার পর্যায়ে। সবে এগুলি নজরে এসেছে। এবার গবেষণা করলে হয়তো আর একটা পৃথিবী থাকা নিয়ে প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ হবে।
এই আবিষ্কারের পর সারা বিশ্বের বিজ্ঞানীরা একবাক্যে মেনে নিচ্ছেন, এই আবিষ্কার নিঃসন্দেহে ব্রহ্মাণ্ড সম্বন্ধে থাকা এখনও পর্যন্ত ধারণা ওলটপালট করে দিতে পারে।