চাঁদের বুকে উল্টে গেছে যন্ত্রপাতি নিয়ে ল্যান্ডার, তারপরেও নাসার প্রাপ্তি শূন্য নয়
চাঁদে নাসার যন্ত্রপাতি নিয়ে হাজির হওয়ার পরও মিশন প্রায় ব্যর্থ। উল্টে গেছে ল্যান্ডার। তারপরেও নাসার প্রাপ্তির ঝুলি একেবারে শূন্য নয়। কি পেল নাসা।

চাঁদে মানুষের যাতায়াত বাড়তে চলেছে। নাসা এ বিষয়ে অগ্রণী ভূমিকা নিচ্ছে। তবে তার আগে নাসা চাইছে নানা প্রয়োজনীয় যন্ত্রপাতি চাঁদে পৌঁছে দিতে। চাঁদ সম্বন্ধে যথেষ্ট খবরাখবর সংগ্রহ করতে।
তবে এসব যন্ত্রপাতি, সরঞ্জাম পাঠানোর জন্য নাসা ভরসা করছে বেসরকারি সংস্থাগুলির ওপর। একাধিক বেসরকারি সংস্থা এখন নাসার হয়ে জিনিসপত্র নিয়ে চাঁদে পৌঁছে দেওয়ার কাজ পেয়েছে। যার একটি ইনটুইটিভ মেশিনস।
তাদের আইএম-২ নামে একটি ল্যান্ডার হালে চাঁদে পৌঁছয় নাসার যন্ত্রপাতি নিয়ে। ল্যান্ডারটির কাজের মধ্যে চাঁদে ড্রিল করে মাটি ফুটো করে চাঁদের মাটির তলা থেকে নমুনা সংগ্রহ করার কথা ছিল। কিন্তু ল্যান্ডারটি চাঁদে পা রাখার পরই উল্টে যায়।
উল্টে যায় চাঁদের ক্রেটারে। চাঁদের দক্ষিণ মেরুর একদম কাছে পৌঁছে নেমেই সেটি উল্টে যায়। তার ব্যাটারিও কাজ করা বন্ধ করে দেয়। সূর্যের আলোয় চার্জ হতে পারা সোলার প্যানেল চার্জ হতে পারেনি। ফলে এখানেই মিশনের সমাপ্তি বলে ধরে নেওয়া হয়।
যদিও ইনটুইটিভ মেশিনস সংস্থার তরফে জানানো হয়েছে নাসা একদম কিছু পায়নি এমনটা নয়। চাঁদে নামা পর্যন্ত অনেক ছবি তুলেছে আইএম-২। কিছু তথ্যও সংগ্রহ করেছে। যা নাসার জন্য কিছুটা হলেও কাজের হতে পারে।
অন্যদিকে এই বিপর্যয়কে খুব একটা আমল দিতে নারাজ নাসা। বরং এ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এগিয়ে যাওয়াকেই সঠিক বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা।