পায়খানা নিয়ে কি করা যায়, উপায় বলতে পারলেই নাসা দেবে ২৬ কোটি টাকা
কেবল বলে দিতে হবে পায়খানা নিয়ে কি করা যেতে পারে। পছন্দ হলে প্রায় ২৬ কোটি টাকা পকেটে এসে যাবে। অফার দিল নাসা।

এমন অফার রোজ রোজ আসেনা। মানুষের পায়খানা নিয়ে কি করা যায় সেটুকু শুধু বলে দিতে হবে। এটাই শর্ত। আর যদি পছন্দের উপায় বাতলে দিতে পারেন তাহলে রাতারাতি ২৬ কোটি টাকা পকেটে। ঠিক কি বলতে চাইছে নাসা?
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, এখন মানুষের মহাকাশ অভিযান বাড়ছে। চাঁদে মানুষ পৌঁছলে সেখানেও তাঁদের পায়খানা, প্রস্রাব করতে হবে। এমনকি তাঁদের বমিও হতে পার।
এই যে বর্জ্য জমা হবে সেগুলি মহাকাশেই কীভাবে নষ্ট করা যায় বা নতুন কোনও রূপে পরিবর্তিত করা যায় সেটাই এখন মাথাব্যথার কারণ। এই বর্জ্য আর পৃথিবীতে ফেরাতে আগ্রহী নয় নাসা।
তারা চাইছে মহাকাশেই এমন কোনও ব্যবস্থা হোক যাতে মহাকাশচারীদের পায়খানা, প্রস্রাব, বমি বা অন্য কোনও বর্জ্য সেখানেই নষ্ট করে ফেলা যায়। আবার এটাও মাথায় রাখতে হবে তা যেন মহাকাশে বর্জ্য হিসাবে ভেসে না বেড়ায়।
এই উপায়ের খোঁজে নাসা যে কারও সাহায্য নিতে তৈরি। এজন্য তারা কার্যত একটি প্রতিযোগিতার আয়োজন করে ফেলেছে। সেখানে এই বর্জ্য নষ্ট করার পদ্ধতি বার করে হাজির হতে পারেন যে কেউ বা কোনও একদল গবেষক।
নাসা এই জমা পড়া উপায়গুলি থেকে সেরাটি বেছে নেবে। যে বা যাঁরা সেরা হবেন, তাঁদের ৩ মিলিয়ন ডলার পুরস্কার দেবে নাসা। ভারতীয় মুদ্রায় যা এখন প্রায় ২৬ কোটি টাকার কাছে।