মঙ্গলগ্রহের ওপর রহস্যময় লম্বা দাগ, ক্রমশ বড় হচ্ছে সেই দাগ, এ কি দেখল নাসা
লাল গ্রহের চারধারে চক্কর দিচ্ছে নাসার অরবিটার। আর সেই অরবিটারই লাল গ্রহের মাটিতে এবার বড় হতে থাকা এক কালো লাইনের হদিশ দিল।

লাল গ্রহের মাটিতে যেমন একাধিক রোভার ঘুরে বেড়াচ্ছে, তেমনই লাল গ্রহকে ঘিরে পাক খাচ্ছে রিকনেসেন্স অরবিটার। নাসার এই যান মঙ্গলের মাটিতে নামেনি ঠিকই, তবে মঙ্গলকে ঘিরে খুব কাছ থেকে চক্কর দিচ্ছে।
ফলে মঙ্গলের মাটি সে স্পষ্ট দেখতে পাচ্ছে। ছবি তুলছে তার অতিশক্তিশালী ক্যামেরা দিয়ে। সেই রিকনেসেন্স এবার এমন এক ছবি তুলল যা এই প্রথম নাসার হাতে এল।
ছবিতে দেখা গেছে মঙ্গলের মাটির ওপর একটি কালো লম্বা দাগ। এই দাগের মাথায় কিছু একটা রয়েছে যা এগিয়ে চলেছে। যত এগোচ্ছে ততই কালো দাগটা তার পিছনে লম্বা হচ্ছে।
নাসা অবশ্য সেই আপাত রহস্যময় কালো দাগের গোপন কথা উন্মোচন করতে পেরেছে। আসলে ওই কালো দাগ তৈরি হচ্ছে লাল গ্রহের ওপর ঘুরে বেড়ানো নাসার রোভার কিউরিওসিটি থেকে।
কিউরিওসিটি যত এগোচ্ছে ততই তার চাকা থেকে একটি কালো দাগ তৈরি হচ্ছে। যা মঙ্গলের মাটির ওপর ছাপ ফেলছে। যেহেতু কিউরিওসিটি এগিয়ে চলেছে, তাই কালো দাগটাও লম্বা হচ্ছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন ওই কালো লম্বা দাগটা বেশিদিন থাকবেনা। মাস খানেকের মধ্যেই তা ঢাকা পড়ে যাবে মঙ্গলের মাটির ধুলোয়। তবে তার আগে এই প্রথম মঙ্গলের বুকে নাসার কোনও রোভারের চলন ধরা পড়ল মঙ্গলের চারধারে পাক খেতে থাকা অরবিটারের ক্যামেরায়।