সূর্যগ্রহণ হল কিন্তু কোনও মানুষ দেখার সুযোগ পেলেননা, তাহলে কে দেখল
সূর্যগ্রহণ হয়ে গেল। সূর্যের আংশিক গ্রহণ। কিন্তু কোনও মানুষ তা দেখার সুযোগ পেলেননা। দেখা কিন্তু গেল। তাহলে কে দেখল সেটাই আসল কথা।

সূর্যের সামনে দিয়ে চাঁদ যখন যায় তখন সূর্যগ্রহণ হয়। সেটা কখনও হয় পূর্ণগ্রাস তো কখনও হয় আংশিক সূর্যগ্রহণ। এবার যেটা হল সেটা আংশিক। কিন্তু তা একজন মানুষও দেখতে পেলেননা। কিন্তু গ্রহণ হল। সূর্যের এক চতুর্থাংশ চাঁদে ঢাকাও পড়ল।
চাঁদ যতক্ষণে গেল ততক্ষণ চলল সেই গ্রহণ। তারপর যেমন সূর্য গ্রহণ মুক্ত হয় তা হল। আর এই গ্রহণ কিন্তু দিব্যি দেখার সুযোগ হল। তবে মানুষের নয়। দেখল একটি কৃত্রিম উপগ্রহ।
নাসার সোলার ডাইনামিকস অবজারভেটরি এই বিরল দৃশ্য প্রত্যক্ষ করেছে। সে ছবি তারা নাসার বিজ্ঞানীদের কাছে পাঠিয়েও দিয়েছে। ফলে বিজ্ঞানীরাও স্পষ্ট দেখেছেন সেই গ্রহণ। তবে ছবিতে।
গত ২৭ এপ্রিল এই সূর্যগ্রহণ হয়। কিন্তু ওইদিন পৃথিবীর ক্যালেন্ডারে গ্রহণ ছিলনা। কারণ পৃথিবী থেকে এই গ্রহণ দেখাই যায়নি। মহাকাশ থেকে দেখা গেছে।
যেহেতু কৃত্রিম উপগ্রহটি মহাকাশে অবস্থান করছে এবং এমন জায়গায় অবস্থান করছে যে সেখান থেকে গ্রহণটি দেখা যাবে, ফলে তার নজরে ধরা পড়েছে গ্রহণ।
নাসার সোলার ডাইনামিকস অবজারভেটরি এমন একটি কৃত্রিম উপগ্রহ যা সরাসরি সূর্যের দিকে তাক করে থাকে। মহাকাশে তা এমন জায়গায় অবস্থান করছে যেখান থেকে দিবারাত্র ৩৬৫ দিন সূর্যের দিকে সর্বদা নজর রাখা যায়।
যে কাজটা ভারতের আদিত্য-এল১-ও করছে। নাসার ওই যান যেহেতু সর্বদা সূর্যকে তাক করে বসে আছে, তাই সূর্যের সামনে দিয়ে চাঁদ যাওয়ার সময়ও তা ধরা পড়ে। তবে চাঁদ এমন এক কোণা দিয়ে গেছে যা পৃথিবী থেকে দেখা যাবেনা।