মঙ্গলে ফুটে আছে ফুল, ছবি সামনে আনল নাসা
পৃথিবীতে ফুলের শোভা দেখা যেতেই পারে। এখানে আবহাওয়ার বৈচিত্র্য থাকলেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফুল ফোটে। তা বলে মঙ্গলগ্রহে ফুল!
মঙ্গলগ্রহকে চিনতে, জানতে নাসার কিউরিওসিটি রোভার নানা তথ্য পাঠিয়ে চলেছে। যা লাল গ্রহের অনেক অজানা দিক জানতে বিজ্ঞানীদের সাহায্য করেছে।
এবার সেই রোভার একটি এমন ছবি পাঠিয়েছে যা দেখে অবাক হয়ে গেছেন নাসার বিজ্ঞানীরাও। নাসা তার সোশ্যাল হ্যান্ডলেও সেই ছবি পোস্ট করেছে। ফলে তা এখন সারা বিশ্বের মানুষের দ্রষ্টব্য হয়ে উঠেছে।
যে ছবি রোভার পাঠিয়েছে তাতে দেখা যাচ্ছে মঙ্গলগ্রহের রুক্ষ পাথুরে জমির ওপর ফুটে আছে ফুল। অবশ্যই তা অন্য রঙের ফুল নয়। সেখানকার মাটিরই রংয়ের। তবে পৃথিবীর বুকে ফুটে থাকা ক্যাকটাস বা বড় ফুলের মত দেখতে।
নাসা নিছক মজা করে খানিক থেমে এই ফুলের গন্ধ শুঁকে যেতে পরামর্শ দিয়েছে মানুষকে। যদিও এই মজা করার পাশাপাশি পুরো বিষয়টির পিছনে লুকিয়ে থাকা আসল তথ্যও নাসা জানিয়ে দিয়েছে।
নাসার তরফে জানানো হয়েছে, আসলে ওটি লাল গ্রহের ওপর একটি ফুলের মত দেখতে পাথর। নানা ধরনের খনিজ পদার্থ জমে এটি তৈরি হয়েছে।
এটি তৈরি হওয়ার পিছনে রয়েছে জল। জলে দ্রবীভূত অবস্থায় থাকা ওই খনিজ পরবর্তীকালে জমে পাথর হয়ে যায়। যা এখন লাল গ্রহে ফুলের মত দেখতে হয়ে রয়ে গেছে। এই ফুলের মত দেখতে পাথর ফের একবার প্রমাণ করল লাল গ্রহে এক সময় জলের অস্তিত্বের কথা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা