মঙ্গলগ্রহের পাথরের খাঁজে রহস্যময় রূপোলী প্যাকেটের ছবি পাঠাল নাসার যান
মঙ্গলগ্রহেও পৌঁছ গেছে প্যাকেট? হতবাক করে দেওয়ার মত ঘটনা হলেও এটাই সত্যি। এবার সেই ছবিই পাঠাল নাসার মঙ্গলযান পারসিভিয়ারেন্স রোভার।
মঙ্গলগ্রহ নিয়ে এখন অনেক কিছু সামনে আসছে। নাসার রোভার ঘুরে বেড়াচ্ছে লাল গ্রহের মাটিতে। সেই রোভার থেকে বেরিয়ে ছোট্ট হেলিকপ্টার মঙ্গলগ্রহের আকাশে ঘুরে ছবিও তুলছে।
আবার মঙ্গলের মাটিতে ঘুরে নানা ছবি পাঠাচ্ছে পারসিভিয়ারেন্স। তেমনই একটি ছবি এবার চমকে দিয়েছে বিজ্ঞানীদেরও।
মঙ্গলগ্রহের পাথরের খাঁজের একটি ছবি নাসার হাতে এসেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে একটি রূপোলী প্যাকেট বা ফয়েল সেখানে খাঁজে আটকে রয়েছে। মঙ্গলগ্রহে ফয়েল প্যাক! আঁতকে ওঠার মত বিষয় হলেও এটাই ঘটেছে।
নাসার বিজ্ঞানীরা মনে করছেন এটা এই পারসিভিয়ারেন্স-এরই থার্মাল ব্ল্যাঙ্কেট হতে পারে। যা যন্ত্রের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে কাজে লাগানো হয়।
এটা ২০২১ সালে যখন যানটি মঙ্গলে পা রাখে তখন তা থেকে জঞ্জাল হিসাবে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু বিজ্ঞানীদের অবাক লাগছে যে তা তখন ফেলে দেওয়া হয়েছিল মঙ্গলের মাটিতে বটে, কিন্তু যেখানে পাওয়া গিয়েছে তার থেকে প্রায় ২ কিলোমিটার দূরে।
সেখান থেকে এখানে এটি এল কীভাবে তা নিয়ে একটু চিন্তায় বিজ্ঞানীরা। অবশ্য মঙ্গলে যে ঝড় ওঠে তার জেরে সেটি উড়ে এসে পাথরের খাঁজে আটকে গিয়ে থাকতে পারে বলে মনে করছেন তাঁরা।
তবে এটা তাঁদের মনে হচ্ছে। পরীক্ষা কিন্তু এখনও চলছে যে ওই ফয়েলটি আসলে এল কোথা থেকে। ওটা পারসিভিয়ারেন্স-এরই কিনা তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা