২০১৮ সালে সূর্য অভিযানে নামছে নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, আগামী বছর তারা সূর্যে যান পাঠাতে চলেছে যা সূর্যের বায়ুমণ্ডল ও সৌর রসায়ন নিয়ে গবেষণা করবে। বিগত ৬০ বছর ধরে সৌর রসায়ন নিয়ে একগুচ্ছ ধাঁধার উত্তর খুঁজে বেড়াচ্ছেন বিজ্ঞানীরা। কিন্তু তা এখনও অধরা। সেই প্রশ্নের উত্তর খুঁজবে এই অভিযান। বিশ্বে এই প্রথম কোনও দেশ সূর্যের উদ্দেশে মহাকাশযান পাঠাতে চলেছে। অভিযানের নাম দেওয়া হয়েছে বিখ্যাত জ্যোতির্পদার্থবিজ্ঞানই ইউজেন পার্কারের নামে ‘পার্কার সোলার প্রোব’।
নাসা-র তরফে জানানো হয়েছে, এই প্রথম কোনও জীবিত ব্যক্তির নামে কোনও অভিযানের নামকরণ করা হল। ইউজেন পার্কার হলেন সেই বিজ্ঞানী যাঁর ৬০ বছর আগে মনে হয়েছিল সৌরবাতাসের অস্তিত্ব রয়েছে। সূর্যের তীব্র উত্তাপ থেকে যাবতীয় যন্ত্রপাতি বাঁচাতে একটি ছোট গাড়ির সাইজের যন্ত্রটিকে সাড়ে চার ইঞ্চির কার্বন কম্পোজিট শিল্ড দিয়ে মুড়ে ফেলা হচ্ছে।