৬ লক্ষ কিলোমিটার দূর থেকে তোলা পৃথিবীর ছবি, চমকিত বিজ্ঞানীরাও
সৌরমণ্ডলের গ্রহের ছবি দেখে চেনা খুব কঠিন হয়না। তবে লুসি একটি গ্রহের ছবি তুলে পাঠানোর পর হঠাৎ করে দেখে বোঝা দায় সেটা কোন গ্রহের ছবি।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা একটি মহাকাশযান পাঠিয়েছে জুপিটার ট্রোজান গ্রহাণুদের লক্ষ্য করে। এই প্রথম পৃথিবীর কোনও যান এই গ্রহাণুপুঞ্জে পৌঁছতে চলেছে। যা হয়তো বিজ্ঞানীদের জন্য মহাকাশ গবেষণার একটা দিগন্ত খুলে দেবে।
লুসি নামে এই যান ছুটে যাওয়ার সময় তার গায়ে লাগানো অতি শক্তিশালী ক্যামেরার সাহায্যে কিছু ছবি তোলে। সেই ছবি এবার প্রকাশ্যে আনল নাসা। যা দেখে চমকিত বিজ্ঞানীরাও।
লুসি পৃথিবী থেকে ৬ লক্ষ ২০ হাজার কিলোমিটার দূর থেকে কয়েকটি ছবি তুলেছে। যার একটি ছবিতে একটি গ্রহকে দেখা গেছে। অন্যটিতে গ্রহটির সঙ্গে তার উপগ্রহের ছবি তুলেছে লুসি। যা নাসার হাতে এসে পৌঁছেছে।
ছবিগুলি প্রকাশ করার পর অনেকেই বুঝে উঠতে পারছেন না যে লুসির পাঠানো গ্রহটি অন্য কোনও গ্রহ নয়, ওটা পৃথিবীর ছবি। আর পৃথিবী ও চাঁদের একসঙ্গে একটি ছবিও তুলেছে লুসি। নাসার প্রকাশিত ছবিতে পৃথিবীকে সাদাকালো রংয়ে একদম অন্যরকম লাগছে।
লুসি যে জুপিটার ট্রোজান গ্রহাণুগুলির দিকে এগোচ্ছে সেগুলিও সূর্যকে প্রদক্ষিণ করছে। তাও আবার যে দূরত্ব রেখে বৃহস্পতি বা জুপিটার সূর্যকে প্রদক্ষিণ করে ঠিক সেই দূরত্ব রেখে। সেখানেই এবার পৌঁছবে লুসি। খোঁজ নেবে এসব গ্রহাণুদের।
সেসব তথ্য পৃথিবীতে আসবে। তার সেই যাত্রাপথে লুসি পৃথিবীর অন্য আঙ্গিকে ছবি পাঠিয়ে বেশ চমক দিল। যা বিজ্ঞানীদের কাজেও লাগবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা