SciTech

মঙ্গলে উজ্জ্বল জলের অস্তিত্ব, বিশাল গর্তের আশপাশে মিলল প্রচুর বরফ

মঙ্গলগ্রহে জলের অস্তিত্ব নিয়ে গবেষণা এখনও চলছে। এবার সেই জল্পনাকে আরও শক্তিশালী করল নতুন তৈরি হওয়া গর্তের আশপাশের বরফ।

লাল গ্রহে বরফ! জল জমেই যে এই বরফ তৈরি হয়েছে সে বিষয়ে নিশ্চিত বিজ্ঞানীরা। ফলে ফের একবার মঙ্গলে জলের অস্তিত্বের দাবি জোড়াল হল। যদিও এই গর্ত না তৈরি হলে এই বরফ নজরে পড়ত না। আর সেই গর্ত তৈরি করেছে আবার একটি উল্কাপাত।

উল্কাটি লাল গ্রহের ওপর আছড়ে পড়ে প্রায় ১ বছর আগে। মঙ্গলের অ্যামাজোনিস প্ল্যানিশিয়া নামে স্থানে প্রায় ৩৯ ফুটের উল্কাটি আছড়ে পড়ে।


পড়ার সঙ্গে সঙ্গে সেখানে একটি বিস্ফোরণ হয়। যা মঙ্গলের একটা বড় অংশে ভূমিকম্পও ঘটায়। যা গতবছর বিজ্ঞানীরা জানতেও পারেন। তবে কেন ভূমিকম্প তা জানা ছিলনা।

এবার নাসার যান ইনসাইটের হাত ধরে সেটা জানতে পারলেন বিজ্ঞানীরা। ওই উল্কা আছড়ে পড়ে যে বিস্ফোরণ হয় তার জেরেই ওই ভূমিকম্প হয়।


এদিকে উল্কাটি আছড়ে পড়ার পর মঙ্গলের মাটিতে একটি ৭০ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। ৪৯২ ফুটের একটি অতিকায় গর্তমুখ তৈরি হয়েছে।

বিস্ফোরণে যে পাথরের টুকরো ছিটকে যায় তা ৩৭ কিলোমিটার দূরেও গিয়ে পড়ে। আর ওই গর্ত তৈরি হওয়ার পরই দেখা যায় মাটির তলা থেকে বেরিয়ে আসা বরফ ছড়িয়ে পড়েছে গর্তের আশপাশে।

এটা আগেই দাবি করা হচ্ছিল যে মঙ্গলের মাটির তলায় জমে থাকা বরফের স্তর থাকতে পারে। সেই দাবি আরও জোড়াল হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button