চাঁদে গিয়ে আর ফিরে আসা নয়, এবার চাঁদই হবে বাসস্থান
চাঁদে পা দিয়ে সেখানে কিছুটা সময় কাটিয়ে ফিরে আসা মানুষের আয়ত্তে এসেছে। এবার চাঁদে গিয়ে ফেরা নয়, সেখানেই থেকে যাবেন মহাকাশযাত্রীরা।
পৃথিবীর মানুষের চাঁদে পা রাখার কাহিনি ছোট থেকে পড়ার বইয়ের পাতায় পড়ে এসেছেন অনেকে। হালে চাঁদের দিকে পাড়ি দিয়েছে নাসার একটি যান। ওরিয়ন যানটি ৩৭১ মাইল প্রতি ঘণ্টা গতিতে চাঁদের দিকে ছুটছে।
সেখানে পৌঁছে যানটি অনেক তথ্য সংগ্রহ করবে। যে তথ্য মূলত সংগ্রহ করা হবে পৃথিবীর বাইরের কোনও জমিতে মানুষ দীর্ঘ সময় কীভাবে থাকতে পারে, সেজন্য কি প্রয়োজন তা জানতে।
সেখানকার আবহাওয়ার রদবদলও খতিয়ে দেখে জানাবে ওরিয়ন। যার হাত ধরে চলতি দশকেই চাঁদে মানুষ গিয়ে দীর্ঘদিন থাকার রাস্তা পরিস্কার হবে বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা।
চাঁদের মাটিতে থেকে গবেষণার কাজ চালাতে পারলে চাঁদ সম্বন্ধে অনেক অজানা তথ্যও সহজে যেমন জানা যাবে, তেমনই মঙ্গলে মানুষ পাঠানোর যে ভাবনা বিজ্ঞানীদের রয়েছে সে রাস্তাও অনেকটা সুগম হবে। মহাজাগতিক নানা বিষয় পৃথিবীর বাইরের মাটিতে না থেকে বোঝা মুশকিল বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
স্পেসএক্স-এর কর্ণধার ইলন মাস্ক আগেই দাবি করেছিলেন চলতি দশকেই মানুষ চাঁদে বসবাস করবে। সেটাই এবার নাসাও জানিয়ে দিল। সেভাবেই সব পদক্ষেপ করছেন নাসার বিজ্ঞানীরা। যাতে মানুষ সেখানে পৌঁছে পাকাপাকিভাবে বেশ কিছুদিন কাটাতে পারে।
গিয়েই ফিরে আসার তাড়া না থাকলে গবেষণা দ্রুত নতুন দিগন্ত পাবে। পৃথিবীর বাইরে পাকাপাকিভাবে বসবাসের রাস্তা অনেক দ্রুত সুগম হতে থাকবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা