চাঁদ দেখে ফিরে জলে ঝাঁপ দিল নাসার ওরিয়ন
চাঁদ দেখতে গিয়ে সত্যিই কি তাকে দেখতে পেল ওরিয়ন? সেটা নাসার বিজ্ঞানীরা হয়তো আগামী দিনে জানাবেন। অবশ্য এই দেখাশোনা ফের হতে চলেছে।
গত ১৬ নভেম্বর নাসার ওরিয়ন মহাকাশযান পাড়ি দিয়েছিল চাঁদের উদ্দেশে। আর্টেমিস মিশন ১ সফল হিসাবে দেখতে রাতদিন এক করে ওরিয়নের দিকে নজর রেখেছিলেন বিজ্ঞানীরা। ওরিয়ন অবশ্য কোনও বাধা বিঘ্নের মধ্যেই পড়েনি। একদম হিসাব কষা সময়ে চাঁদের কাছে পৌঁছে যায়।
তবে তাকে চাঁদে নামার অধিকার দিয়ে পাঠায়নি নাসা। তাই চাঁদের গা ঘেঁষে তাকে খুঁটিয়ে দেখতে দেখতে প্রদক্ষিণ করতে শুরু করে যানটি।
নাসা ফের চাঁদে মানুষ পাঠাতে নিজেদের প্রস্তুত করছে। ২০২৩ সালেই চাঁদে মানুষ পাঠানো লক্ষ্য তাদের। সেজন্য ওরিয়ন গিয়েছিল চাঁদে জমি দেখতে।
না কেনাকাটা বা কিছু তৈরি করার জন্য জমি নয়, কোথায় মানুষ নিয়ে যাওয়া মহাকাশযান সুন্দরভাবে চাঁদে অবতরণ করতে পারে তা খতিয়ে দেখতে ওরিয়নকে পাঠানো হয়েছিল। এছাড়াও চাঁদের আবহাওয়া, পরিস্থিতি খতিয়ে দেখে এল ওরিয়ন। কাজ সেরে সে চাঁদের কক্ষপথ ছেড়ে ফের পৃথিবীর দিকে মুখ ঘোরায়।
পৃথিবীতে দ্রুত গতিতে ফিরেও আসে ওরিয়ন। অবশেষে ১১ ডিসেম্বর সে পৃথিবীতে ফিরে এল। তবে মাটিতে ফিরল না, ঝাঁপ দিল জলে।
ওখানেই নামানো ছাড়া উপায় ছিলনা নাসার বিজ্ঞানীদের। ফলে মেক্সিকোর কাছে প্রশান্ত মহাসাগরে হাওয়ায় ভেসে নেমে আসে মহাকাশে ১৪ লক্ষ মাইল পাড়ি দেওয়া ওরিয়ন।
সাদা কমলা ডোরাকাটা ৩টি প্যারাস্যুট তাকে জলের ওপর শান্তিতে নামতে সাহায্য করে। অপেক্ষায় ছিল মার্কিন সেনা। তারা প্রথমে ওরিয়নকে জলের ওপর থেকে স্পিড বোটে করে টেনে নিয়ে আসে জাহাজে। তারপর সেই জাহাজ ওরিয়নকে নিয়ে যায় সান দিয়েগোর মার্কিন নৌঘাঁটিতে। আর্টেমিস মিশন সফল হয়েছে বলে জানিয়েছে নাসা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা