ইতিহাস লিখে নাসার মাথায় এবার এক ভারতীয় বংশোদ্ভূত
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র অন্যতম প্রধান পদে এবার বহাল হলেন এক ভারতীয় বংশোদ্ভূত। যা অবশ্যই একটা নতুন ইতিহাস এবং অত্যন্ত গর্বের।
স্বর্ণাক্ষরে লিখে রাখার মত এক পদে এবার বহাল হলেন এক ভারতীয় বংশোদ্ভূত। বিদেশের বিভিন্ন সংস্থায় ভারতীয়দের দাপটে এ এক নতুন পালক।
গুগল শীর্ষে সুন্দর পিচাই, মাইক্রোসফট শীর্ষে সত্য নাদেলা বা পেপসির শীর্ষে দীর্ঘ সময় কাজ করা ইন্দ্রা নুয়ি এবং এমন নানা পদে কাজ করে দেশের মুখ উজ্জ্বল করার সেই তালিকা আরও দীর্ঘায়ত হল।
এবার নাসা-র প্রযুক্তিগত প্রধান হলেন এক ভারতীয় বংশোদ্ভূত। এসি চারানিয়াকে নাসার চিফ টেকনোলজিস্ট পদে বসানো হয়েছে। তিনি নাসার টেকনোলজি পলিসি বা প্রযুক্তিগত নীতি নির্ধারণের ক্ষেত্রেও প্রধান হয়ে থাকবেন।
মহাকাশ গবেষণা এখন পুরোদমে ছুটছে। আমেরিকা, রাশিয়া, চিন, ভারতের মত দেশগুলি এখন মহাকাশ গবেষণায় নিত্য নতুন চমক দেখাচ্ছে।
মহাকাশে এখন প্রতিপত্তি কায়েম করার চেষ্টাও শুরু হয়েছে। সেখানে নাসা-পর মত একটি সংস্থায় এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বাসিন্দার এই পদ পাওয়া অবশ্যই ভারতের জন্য ইতিহাস রচনা করল। ভারতীয়দের গর্বিত করল।
এই নতুন পদে বসার পর এসি চারানিয়া জানিয়েছেন নাসার মধ্যে তো বটেই এমনকি প্রযুক্তির ক্ষেত্রে বাইরের সঙ্গেও যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। মহাকাশ এবং উড়ানের ক্ষেত্রে আরও গতি আনতে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এখন বিশ্বের অন্যতম নাম। তারও নাসা-র সঙ্গে যোগাযোগ রেখে মহাকাশ গবেষণায় নিত্যনতুন উদ্ভাবনী দেখাচ্ছে। আগামী দিনে এক ভারতীয় বংশোদ্ভূতের হাত ধরে নাসা-র সঙ্গে ইসরোর সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা