ফের আর একটা পৃথিবীর দেখা পেলেন নাসার বিজ্ঞানীরা
পৃথিবীর বাইরেও কি কোথাও পৃথিবী আছে? এ প্রশ্ন বহুদিনের। এর আগেই তেমন এক পৃথিবীর খোঁজ পেয়েছিলেন বিজ্ঞানীরা। এবার ফের মিলল তেমন পৃথিবীর দেখা।
মানুষ চিরকালই ভেবেছে এই পৃথিবীর বাইরেও মহাবিশ্বের কোথাও নিশ্চয়ই পৃথিবীর মত একটি গ্রহ আছে। সেখানে মানুষের মত প্রাণি আছে। জীবজগত আছে। জল আছে।
খালি তারা কোথায় তা না জানা থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছেনা। কিন্তু সেই কল্পনা কিছুটা হলেও বাস্তবের মুখ দেখে নাসার হাত ধরে।
নাসার বিজ্ঞানীরা এই সৌরমণ্ডলের বাইরে অন্য এক নক্ষত্রের গ্রহদের মধ্যে এমন এক পৃথিবীর খোঁজ পান। কিন্তু খোঁজ থামেনি। আর সেই খোঁজ চালাতে গিয়ে ফের মহাবিশ্বে এক নক্ষত্রের গ্রহদের মধ্যে এমন এক গ্রহের সন্ধান তাঁরা পেলেন যা পৃথিবীর মত।
নক্ষত্রটি থেকে সেই পাথুরে গ্রহটির দূরত্বও ঠিক সূর্য থেকে পৃথিবীর দূরত্বের মতই। বিজ্ঞানীরা মনে করছেন সেই গ্রহে জল থাকতে পারে। আর এটা তো জানা যে জল থাকলে সেখানে প্রাণের অস্তিত্ব থাকাটা অস্বাভাবিক নয়।
তবে গ্রহটিকে চিহ্নিত করা গেছে মাত্র। তার বিস্তারিত তথ্য সংগ্রহ সম্ভব হয়নি। তা এতটাই দূরে রয়েছে যে সেটা পাওয়া কঠিন। গ্রহটির নাম দেওয়া হয়েছে ‘টিওআই ৭০০ ই’। নাসার পর্যবেক্ষণ উপগ্রহ এই গ্রহটির সন্ধান দিয়েছে।
‘টিওআই ৭০০ ই’ গ্রহটি বাসযোগ্য অবস্থানে রয়েছে। ফলে সেখানে প্রাণ থাকলেও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। গ্রহটি তার সূর্যকে মাত্র ২৮ দিনে একবার প্রদক্ষিণ করে। যেখানে পৃথিবীর লাগে ৩৬৫ দিন ৬ ঘণ্টা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা