SciTech
সৌরমণ্ডলের বাইরে আরও এক পৃথিবী, থাকতে পারে প্রাণের অস্তিত্ব
জল ধারণের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা সেখানে রয়েছে। ফলে সেখানে প্রাণের অস্তিত্ব থাকা অসম্ভব কিছু নয়। নাসার টেলিস্কোপে ধরা পড়েছে গ্রহের চিত্র।
নাসার টেলিস্কোপ কেপলারে ধরা পড়েছে সৌরমণ্ডলের বাইরে থাকা ২০টি গ্রহের চিত্র। এই তালিকায় থাকা বেশিরভাগ গ্রহই সূর্যের মতো একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলেছে।
নাসার কে টু মিশনের সাথে যুক্ত থাকা বিজ্ঞানী জেফ কফলিন জানিয়েছেন, ৩৯৫ দিনে সূর্যকে প্রদক্ষিণ করে এরকম একটি আবিষ্কৃত হওয়া গ্রহে প্রাণের অস্তিত্বের যথেষ্টই সম্ভাবনা রয়েছে।
এই গ্রহটির নাম রাখা হয়েছে কেওআই-৭৯২৩.০১। যদিও পৃথিবীর তুলনায় এটির জলবায়ু যথেষ্ট ঠান্ডা। তবে গ্রহটি ঠান্ডা হলেও জল ধারণের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা সেখানে রয়েছে। ফলে সেখানে প্রাণের অস্তিত্ব থাকা অসম্ভব কিছু নয়।
বিভিন্ন সময়ে কল্পবিজ্ঞানের লেখায় ধরা পড়েছে পৃথিবী ছাড়াও মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব। মানুষের চেয়েও উন্নত সভ্যতার কথাও ঘুরেফিরে এসেছে। এবার কী তবে সেটাই সত্যি হতে চলেছে? জল্পনা তুঙ্গে।