মঙ্গলগ্রহ থেকে ভাল্লুকের মুখের ছবি পাঠাল নাসার যান
মঙ্গলগ্রহ নিয়ে নিরন্তর গবেষণা চলছে। সেখানে যান পৌঁছে গেছে। পাঠাচ্ছে ছবি। সেইসব ছবির মধ্যেই একটি ছবি হইচই ফেলে দিল বিশ্বজুড়ে।
মহাকাশ বিজ্ঞানে নিত্যনতুন প্রযুক্তিগত উন্নয়ন হয়ে চলেছে। ফলে এখন মহাকাশ সম্বন্ধে প্রতিদিনই নতুন নতুন সব তথ্য হাতে পাচ্ছেন বিজ্ঞানীরা। মঙ্গলগ্রহ নিয়ে তো নিরন্তর গবেষণা হয়ে চলেছে।
লাল গ্রহের যাবতীয় সত্য জানতে মুখিয়ে আছেন বিজ্ঞানীরা। মঙ্গলে ঘুরে বেড়াচ্ছে নাসার যান। আবার মঙ্গলের মাটিতে পা না দিয়ে তার খুব কাছ থেকে লাল গ্রহকে প্রদক্ষিণ করে চলেছে নাসার পাঠানো রিকনেসেন্স অরবিটার।
যানটি একের পর এক ছবি পাঠিয়ে চলেছে মঙ্গলের বিভিন্ন দিকের। এই সব ছবির খবর রাখার দায়িত্বে রয়েছে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের মহাকাশ গবেষকেরা অরবিটারটির ক্যামেরা নিয়ন্ত্রণ করেন।
মঙ্গলের গায়ের খুব কাছ থেকে যেসব ছবি রিকনেসেন্স অরবিটার পাঠিয়েছে তারমধ্যে ১টি ছবি সকলকে হতবাক করে দিয়েছে। দেখা গেছে লাল গ্রহের মাটিতে ফুটে উঠেছে হুবহু একটি ভাল্লুকের মুখ। যেন কেউ হাতে করে সেটিকে মাটির ওপর তৈরি করেছেন।
একদম গোল করে দাগ কাটা। তার মাঝে ২টি চোখ। চোখ ২টি তৈরি হয়েছে ২টি ক্রেটার দিয়ে। কিন্তু তা দেখতে লাগছে নিখুঁত ২টি চোখের মত।
২টি চোখ যেমন দূরত্ব এবং অবস্থানে থাকা উচিত ঠিক সেখানেই রয়েছে। আর ভাল্লুকের নাকের অংশটা যেমন হয়, ঠিক তেমন করে রয়েছে ইংরাজি ভি হরফের আকারের পাহাড়। সব মিলিয়ে একদম একটি ভাল্লুকের মুখের ছবি ফুটে উঠেছে লাল গ্রহের গায়ে।