মঙ্গলগ্রহের মাটির ওপর পড়ে এ কোন বস্তু, ছবি পাঠাল নাসার যান
অনেক ছবি মঙ্গলের মাটি থেকে আগেও পাঠিয়েছে নাসার যান। তবে এই ছবিটি একদম অন্যরকম। অন্য পদার্থের। যা নিয়ে বিশ্লেষণ শুরু করেছেন বিজ্ঞানীরা।
মঙ্গলের মাটিতে ঘুরে বেড়াচ্ছে নাসার যান কিউরিওসিটি। অনেক ছবিও তুলছে। পাঠিয়ে দিচ্ছে নাসার কাছে। যা নাসার বিজ্ঞানীদের কাজেও লাগছে। মঙ্গলগ্রহকে নতুন করে চিনতে পারছেন তাঁরা। অনেক অজানা তথ্য হাতে পাচ্ছেন। এমনই ১টি ছবি গত ২৮ জানুয়ারি তুলেছে যানটি। প্যানারমিক ভিউ তুলে পাঠিয়ে দিয়েছে। যা দেখে বিজ্ঞানীরাও অবাক।
এর আগেও অনেক উল্কাপিণ্ডের ছবি কিউরিওসিটি পাঠিয়েছে। যা বিশ্লেষণ করে অনেক তথ্যও হাতে এসেছে বিজ্ঞানীদের। তবে এটি একদম অন্যরকম। এটি একটি ধাতব উল্কাপিণ্ড। উল্কাপিণ্ডটি তৈরি হয়েছে লোহা এবং নিকেলের মিশ্রণে।
উল্কাপিণ্ডটি ১ ফুটের মত চওড়া। যার ওপর বিশেষ পরীক্ষা চালিয়ে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন এটি একটি ধাতব উল্কা। অবশ্যই তা বাইরে থেকে এসে কোনও একটা সময় মঙ্গলের মাটিতে আছড়ে পড়েছিল।
বিজ্ঞানীরা এই উল্কাপিণ্ডটির নাম দিয়েছেন ‘ক্যাকাও’। প্রসঙ্গত মঙ্গলগ্রহের অনেক অজানা তথ্যই এখন প্রযুক্তির হাত ধরে এক এক করে বিজ্ঞানীদের সামনে আসছে।
মঙ্গলে জল থাকার তত্ত্বও অনেকটাই বুঝে ফেলেছেন বিজ্ঞানীরা। সেইসঙ্গে এখন লাল গ্রহের আবহাওয়া, সেখানকার ঝড়, সেখানকার মাটি, চারধারের পরিস্থিতি সব তথ্যই তাঁদের হাতে আসছে।
সেসব তথ্য ছবি ও শব্দের আকারে হাতে পাচ্ছেন বিজ্ঞানীরা। যা প্রতিদিন মঙ্গলের রহস্যভেদ করে চলেছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন হল এই উল্কাপিণ্ডটি। ধাতব এই উল্কাপিণ্ডের ছবি দেখে এবং কিউরিওসিটি-র করা বিশ্লেষণ নিয়ে নাসার বিজ্ঞানীরা আরও গভীরভাবে খতিয়ে দেখছেন।