ভূমিকম্পে ধ্বংস তুরস্কে এবার উদ্ধারকাজে হাত লাগাল কৃত্রিম উপগ্রহ
শুনে একটু অবাক লাগতেই পারে। মহাকাশে ঘুরে বেড়ানো কৃত্রিম উপগ্রহ কীভাবে উদ্ধার কাজ চালাবে! কিন্তু সেটাই হচ্ছে তুরস্ক এবং সিরিয়ায়।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়া যে ভূমিকম্প দেখল তা পৃথিবীর ইতিহাস কখনও ভুলতে পারবেনা। এখনও ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ বেরিয়ে চলেছে। হাজার হাজার দেহ উদ্ধার হয়েই চলেছে। এখনও কত দেহ উদ্ধার হবে কারও জানা নেই।
বেশি ক্ষতি হয়েছে তুরস্কের। তুলনায় কম সিরিয়ায়। তবে প্রতিদিনই মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ধ্বংসস্তূপের যা অবস্থা তাতে তা কতদিনে সাফ করা সম্ভব হবে তাও স্পষ্ট নয়।
ভারত সহ বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। উদ্ধারকাজ চলছে জোরকদমে। তবে তুষারপাত উদ্ধারকাজ মাঝেমধ্যে ব্যাহত করছে।
অনেক উদ্ধারকারী এই উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। বিভিন্ন যন্ত্র ব্যবহার করা হচ্ছে। কিন্তু তা গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে সম্ভব। আকাশ থেকে কীভাবে উদ্ধারকাজ সম্ভব!
সেটাই কিন্তু করছে নাসা। নাসার তরফে জানানো হয়েছে তাদের কৃত্রিম উপগ্রহ উদ্ধারকাজে সাহায্য করছে। কৃত্রিম উপগ্রহের পক্ষে উপগ্রহচিত্রের মধ্যে দিয়ে অনেক এমন তথ্য দেওয়া সম্ভব হচ্ছে যা উদ্ধারকারীদের সাহায্য করছে।
আকাশ থেকে যা খতিয়ে দেখা সম্ভব হচ্ছে তা ওই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সম্ভব নয়। ফলে কোথায়, কিভাবে উদ্ধারকাজ চালালে সুবিধা হবে তা নাসার তরফে জানানো হচ্ছে।
নাসা এমন সব তথ্য কৃত্রিম উপগ্রহ থেকে সংগ্রহ করে পাঠাচ্ছে যাতে উদ্ধারকারীদের সঠিক জায়গায় পৌঁছে উদ্ধারকাজ শুরু করতে সুবিধা হয়। এমনকি কোথাও থেকে মিথেন গ্যাস নির্গমন শুরু হচ্ছে কিনা সেদিকেও নজর রাখছে নাসার কৃত্রিম উপগ্রহ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা