মঙ্গলগ্রহের আকাশে ৪৮ বার উড়েও পারেনি, এবার করে দেখাল নাসার হেলিকপ্টার
মঙ্গলগ্রহের আকাশে উড়ে বেড়ায় নাসার পাঠানো হেলিকপ্টার ইনজেনুইটি। এর আগে ৪৮ বার সে উড়েছে মঙ্গলের আকাশে। কিন্তু পারেনি। এবার পারল।
২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি লাল গ্রহের জেজেরো ক্রেটারে অবতরণ করে নাসার রোভার পারসিভিয়ারেন্স। সেই পারসিভিয়ারেন্সের সঙ্গেই সেখানে পৌঁছয় একটি হেলিকপ্টার। নাম ইনজেনুইটি।
পারসিভিয়ারেন্স যখন মঙ্গলের মাটিতে ঘুরে তথ্য সংগ্রহ করে চলেছে, তখন মঙ্গলের আকাশে উড়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করে ইনজেনুইটি।
মঙ্গলের বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা। তারমধ্যেই কিন্তু অল্প সময়ের জন্য করে হলেও উড়তে থাকে ইনজেনুইটি। প্রয়োজনীয় তথ্য বিজ্ঞানীদের জন্য সংগ্রহ করতে থাকে।
সেসব উড়ানই ছিল মঙ্গলের মাটির খুব কাছে। আর খুব ধীরে উড়ছিল সেটি। এভাবেই ৪৮টি উড়ান সম্পূর্ণ করেছে সে। কিন্তু ৪৯ তম উড়ানে সে তার আগের সব রেকর্ড ভেঙে দিল। একসঙ্গে ২টি রেকর্ড গড়ল নাসার হেলিকপ্টার।
প্রথম রেকর্ড হল সবচেয়ে গতিতে আকাশে ওড়ার। ২১.৬ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এর আগে ইনজেনুইটি উড়েছিল মঙ্গলের আকাশে। এবার আরও গতি বাড়িয়ে তা উড়ল ২৩.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। যা একটি রেকর্ড।
এবারই সবচেয়ে উঁচু দিয়ে উড়ল ইনজেনুইটি। এটা হল দ্বিতীয় রেকর্ড। এবার সে উড়ল মঙ্গলের মাটি থেকে সাড়ে ৫২ ফুট উঁচু দিয়ে।
সবচেয়ে বেশি গতি, সবচেয়ে উঁচু দিয়ে উড়ান। একসঙ্গে ২টি রেকর্ড লাল গ্রহের মাটিতে গড়ে ফেলল ইনজেনুইটি। করল তার ৪৯ তম উড়ানে। সেইসঙ্গে তার কাজ তো সে করলই। তথ্য সংগ্রহ করল মঙ্গলের মাটি থেকে সবচেয়ে উঁচু দিয়ে উড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা