মহাকাশে এমন বিশাল ঘটনা এই প্রথম, তারপর কি হল জানাল নাসা
মহাকাশে বিস্ফোরণ তো হতেই থাকে। কিন্তু এমন ভয়ংকর বিস্ফোরণ আগে কখনও হয়নি। যা ধরা পড়েছে নাসার একটি পর্যবেক্ষণ টেলিস্কোপে।
মহাকাশে বিস্ফোরণ। নতুন কথা নয়। এমন অনেক সময়ই হয়। এখন নতুন ও উন্নত যন্ত্রে তার কিছু ধরাও পরে। অধিকাংশ বিস্ফোরণ হয় কোনও সূর্যের। বলা ভাল নক্ষত্রের।
নক্ষত্রের আয়ু শেষ হলে তাতে শেষ মুহুর্তে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের হাত ধরে এক প্রবল চোখ ঝলসানো আলোর ছটা ছড়িয়ে পড়ে। তারপর সেই নক্ষত্রটি একটি কৃষ্ণগহ্বরের রূপ নেয়। অর্থাৎ একটি ব্ল্যাকহোলে পরিণত হয়।
এমন নানা ছবি নাসার হাতে এসে পৌঁছয়। কিন্তু এবার নাসার একটি পর্যবেক্ষণ টেলিস্কোপ নিউস্টার যা দেখল তা বিজ্ঞানীদের পর্যন্ত চমকে দিয়েছে।
বিজ্ঞানীদের মতে, এখনও পর্যন্ত মহাকাশে বিজ্ঞানীদের নজরে আসা সবচেয়ে বড় বিস্ফোরণ ছিল এটি। তবে বহু দূরে থাকায় তার কোনও প্রভাব পাওয়া যায়নি।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, ২০২২ সালের ৯ অক্টোবর এই বিস্ফোরণটি হয়। তারপর নিউস্টার যে তথ্য এই বিস্ফোরণ প্রসঙ্গে সরবরাহ করে তা নিয়ে গবেষণা শুরু করেন তাঁরা।
এই গামা রশ্মি বিস্ফোরণ নিয়ে বিজ্ঞানীরা জানাচ্ছেন এই বিস্ফোরণ যেমন আগে কখনও দেখা যায়নি, তেমনই এর চরিত্রগত বৈশিষ্ট্যও আলাদা।
বিস্ফোরণের পর একটি লম্বা বিমের মত তৈরি হয়। ভয়ংকর আলোর ছটার বিম। যা বহু দূর পর্যন্ত যায়। যেভাবে বিস্ফোরণ হয়েছে তাতে বিজ্ঞানীরা মনে করছেন যে ওই নক্ষত্রের ভিতরে এমন কিছু উপাদান ছিল যা এমন এক ভয়ংকর বিস্ফোরণ ঘটাতে সাহায্য করেছে। — তথ্যসূত্র — নাসা জেট প্রপালশন ল্যাবরেটরি