
অস্ট্রেলিয়ার কুশলী স্পিনার নাথান লিয়ঁ তাঁর স্পিনের যাদুতে অনেক ম্যাচেই পুড়িয়েছেন তাবড় ব্যাটসম্যানের ভাগ্য। কিন্তু বুধবার তিনি পুড়িয়ে ফেললেন পাউরুটির টোস্ট। ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড মাঠে নিউ সাউথ ওয়েলস বনাম কুইন্সল্যান্ডের প্রথম শ্রেণির ম্যাচ খেলার সময়। লিয়ঁ যখন পাউরুটির টোস্ট বানাচ্ছিলেন তখন দু দলের ক্রিকেটাররা বসেছিলেন স্টেডিয়ামের স্ট্যান্ডে। হঠাৎই আগুন ধরে যায় পাউরুটিতে। ধোঁয়াতে বেজে ওঠে ফায়ার অ্যালার্ম।
ঘটনার পর তড়িঘড়ি স্ট্যান্ড খালি করে নিরাপদ জায়গায় সরে যান খেলোয়াড়রা। আম্পায়াররা এই কাণ্ডের জেরে ৩০ মিনিট খেলা স্থগিত রাখার নির্দেশ দেন। যদিও তারপর ম্যাচ শুরু হয়। জয়ী হয় লিয়ঁর দল নিউ সাউথ ওয়েলস।