৬৩ তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের তালিকা ঘোষিত হল সোমবার। বছরের সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘বাহুবলী – দ্য বিগিনিং’, ‘বাজিরাও মস্তানি’ সিনেমার জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন সঞ্জয় লীলা বনশালি, ‘পিকু’ সিনেমার জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অমিতাভ বচ্চন, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন কঙ্গনা রানাওয়াত। চতুর্থবারের জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার এল অমিতাভ বচ্চনের ঝুলিতে। এর আগে ‘অগ্নিপথ’, ‘ব্ল্যাক’ ও ‘পা’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পান তিনি। সেরা হিন্দি সিনেমা নির্বাচিত হয়েছে ‘দম লাগাকে হাইসা’। সেরা জনপ্রিয় সিনেমার পুরস্কার পেয়েছে ‘বজরঙ্গি ভাইজান’। এবারের জাতীয় পুরস্কারের দুটি এসেছে বাঙালির ঝুলিতে। ‘মোহ মোহ কে ঢাগে’ গানের জন্য সেরা মহিলা কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন মোনালি ঠাকুর। ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পাচ্ছেন সুদীপ চট্টোপাধ্যায়। সেরা বাংলা সিনেমা নির্বাচিত হয়েছে গৌতম ঘোষের ‘শঙ্খচিল’।
Leave a Reply