জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকের সম্মান অর্জন করা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত মানুষের অবশ্যই একটা স্বপ্ন। প্রতি বছর এই পুরস্কারের তালিকায় বেশ কয়েকটি জায়গা বাংলার ঝুলিতে এসেই যায়। এবারও তার অন্যথা হয়নি। সেরা বাংলা সিনেমা নির্বাচিত হয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’। প্রাক্তনে গাওয়া ‘তুমি যাকে ভালোবাসো’ গানটির জন্য সেরা মহিলা কণ্ঠ নির্বাচিত হয়েছেন ইমন চক্রবর্তী। সেরা গীতিকারের সম্মান পেয়েছেন অনুপম রায়। সেরা উদীয়মান পরিচালক নির্বাচিত হয়েছেন বাংলার দীপ চৌধুরী। এদিকে এবারের চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অক্ষয় কুমার, রুস্তমে তাঁর অভিনয়ের জন্য। সেরা সামাজিক সিনেমার পুরস্কার জিতেছে ‘পিঙ্ক’। শিশুদের সিনেমায় সেরা হয়েছে ‘ধনক’। সেরা হিন্দি সিনেমা নির্বাচিত হয়েছে ‘নীরজা’। নীরজায় অভিনয়ের জন্য এদিন বারবার উঠে এসেছে সোনম কাপুরের নাম। সিনেমায় স্পেশাল এফেক্টে সেরা হয়েছে অজয় দেবগণের ‘শিবায়’। ‘ভেন্টিলেটর’ সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন রাজেশ।