আগামী ৩ মে অনুষ্ঠিত হবে ৬৫ তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী। তার আগে শুক্রবার ঘোষিত হয়ে গেল ২০১৭ সালে সিনেমার বিভিন্ন ক্ষেত্রে সেরাদের নাম। পরিচালক শেখর কাপুরের নেতৃত্বে ১০ জন জুরি সদস্য এদিন ঘোষণা করলেন পুরস্কার প্রাপকদের লম্বা তালিকা। ২০১৭ তে রূপোলী পর্দায় আত্মপ্রকাশ করেছে নানা ভাষার, নানা বিষয়ভিত্তিক সিনেমা। তারমধ্যে থেকে সেরার শিরোপা উঠল কার মাথায় সেই তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
সেরা সিনেমা : ভিলেজ রকস্টারস (অসম), সেরা পরিচালক : প্রভাসচন্দ্র নিভান্দন, সেরা অভিনেতা : ঋদ্ধি সেন (নগরকীর্তন), সেরা অভিনেত্রী : শ্রীদেবী (মম), সেরা সহঅভিনেতা : ফাহাদ ফাজিল (থোন্দিমুথালুম দৃক্ষকশ্রীয়ম), সেরা সহঅভিনেত্রী : দিব্যা দত্ত (ইরাদা), সেরা শিশুশিল্পী : ভানিতা দাস (ভিলেজ রকস্টার), সেরা মহিলা কণ্ঠশিল্পী : কাতরু ভেলিইয়েরি, সেরা পুরুষ কণ্ঠশিল্পী : কে জে যশুদাস, সেরা জনপ্রিয় ছবি : বাহুবলী টু (তেলেগু), সেরা শিশুদের ছবি : মোরকায়া, স্পেশ্যাল মেনশন অ্যাওয়ার্ড : পঙ্কজ ত্রিপাঠী (নিউটন), সেরা কোরিওগ্রাফি : গোরি তু লাঠ মার (টয়লেট এক প্রেম কথা), সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক : এ আর রহমান (মম), সেরা সিনেমাটোগ্রাফি : ভায়ানাকাম, সেরা অ্যাকশন ডিরেকশন : আব্বাস আলি মোঘুল (বাহুবলী: দ্যা কনক্লুশন), সেরা স্পেশাল এফেক্ট : বাহুবলী : দ্যা কনক্লুশন, সেরা স্ক্রিন প্লে : সম্বিত মোহান্তির ‘হ্যালো আরশি’, জয়রাজের ‘ভায়ানাকাম’, সাজিভ পাজহুরের ‘থোন্দিমুথালুম দৃক্ষকশ্রীয়ম’, সেরা প্রোডাকশন ডিজাইন : সন্তোষ রমনের ‘টেক অফ’, স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড : নগরকীর্তন, সেরা ফিচার ছবি (নার্গিস দত্ত অ্যাওয়ার্ড) : ধাপ্পা।
আঞ্চলিক ভাষায় সেরার সেরা ছবিগুলি হল: ময়ূরাক্ষী(বাংলা), বাহুবলী টু(হিন্দি), কাচ্চা লিম্ব(মারাঠী), হেবেত্তু রামাক্কা(কন্নড়), হ্যালো আরশি(ওড়িয়া), ঘাজি(তেলেগু), যশু( অসমিয়া), দহ(গুজরাটি), টু লেট(তামিল), ‘থোন্দিমুথালুম দৃক্ষকশ্রীয়ম(মালায়ালাম)।