
জীবনের ঝুঁকি নিয়ে ৪০ জন পড়ুয়াকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়াড়া জেলায়। স্কুলের ছাত্রদের নিয়ে ১টি বেসরকারি স্কুল বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পাল্কি নদীতে পড়ে যায়। প্রবল বৃষ্টির জেরে উত্তাল নদীতে দ্রুত তলিয়ে যেতে থাকে বাসটি। এদিকে বাসটিকে নদীতে পড়তে দেখে ছাত্রদের বাঁচাতে ছুটে আসেন কয়েকজন স্থানীয় যুবক। তখন বাসের কেবল ছাদটা নজরে পড়ছে। বাকিটা জলের তলায়। এই অবস্থায় বাসের সামনের উইন্ড স্ক্রিন ভেঙে সেই পথে ছাত্রদের উদ্ধার করেন তাঁরা। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় পড়ুয়ারা। জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল নদীতে যুবকরা নেমে পড়ায় এ যাত্রায় রক্ষা পেল তারা। এই ঘটনায় বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ।