হরিয়ানার সোনপত জেলার মদিনা গ্রামে দশম শ্রেণির পরীক্ষা দিতে যাওয়া বোনকে নিতে তার স্কুলের বাইরে অপেক্ষা করছিল ভাই রাজেশ সিং। স্কুলের মাঠে অপেক্ষারত অবস্থায় তার পাশে এসে একটি গাড়ি থামে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখান থেকে ৪ জন নেমে বিনা বাক্যব্যয়ে গুলি চালায় কিশোর রাজেশকে লক্ষ্য করে। ঝাঁঝরা হয়ে যায় রাজেশের দেহ। তার পাশে বসা এক বন্ধুর পেটেও একটি গুলি গিয়ে লাগে। এরপরই সেখান থেকে গাড়ি নিয়ে চম্পট দেয় ৪ জন। এদের মধ্যে ২ জনকে প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা চিহ্নিতও করেন। তাদের নাম সীতা ও পবন বলে পুলিশকে জানান তাঁরা।
এদিকে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশের। তার বন্ধুকে হাসপাতালে ভর্তি করা হয়। মাস পাঁচেক আগে ব্যক্তিগত শত্রুতার জেরে রাজেশের দাদাকে খুন করা হয় বলে অভিযোগ। সেই খুনের প্রত্যক্ষদর্শী ছিল ভাই রাজেশ। অভিযুক্তদের মধ্যে পবন ও সীতাও ছিল। কিন্তু তাদের গ্রেফতার করতে সমর্থ হয়নি পুলিশ। বাকি বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। সেই তদন্ত চলাকালীনই গত বৃহস্পতিবার রাজেশকে খুন করল পবন ও সীতা।
পুলিশের প্রাথমিক অনুমান, দাদার খুনের প্রত্যক্ষদর্শীকে সরাতেই এই খুন। এদিকে এই ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগে রাজেশের দেহ নিয়ে পথ অবরোধ করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। পুলিশ তদন্ত শুরু করেছে।